আমাদের কথা খুঁজে নিন

   

এরকম ভালবাসা চাই না

এগুলো আমার লেখা। লেখাগুলো কপিরাইটেড।

এরকম ভালবাসা চাই না কখনো যার আকাশ জুড়ে জাল বুনবে সন্দেহের মাকড়সা। বসন্তরোগীর মত গায়ে ফুসকুড়ি অথবা সদ্যপ্রয়াত ফুলের মত শুষ্ক, বর্ণহীন, গন্ধহীন, তিতকুটে ভালবাসাকে চিরদিন অপ্রিয় অনুভূতির তালিকাতেই জায়গা দেব। এককে ভালবেসে যদি একশ খোওয়াতে হয় আর সেই একের মাঝে যদি রংধনু বা বিশুদ্ধ বাতাস না পেয়ে বারে বারেই পেতে হয় ফরমালিন দেয়া লাশের গন্ধ, ভালবাসা যদি তীব্র রোদে শীতল পাটি না হয়ে উত্তপ্ত বালুকণার মত এসে পায়ের নিচে বিঁধে তবে যন্ত্রণাজড়িত সেই পথে রাস্তা ভুলে আসতে চাইবে কোন বেদূইন? আমি চাই ভালবাসা শরৎ এর আকাশের মত মেঘহীন হবে ভালবাসা ঝর্নাধারার মত বাধাহীন হবে সাগরের মত গভীরতা থাকবে একের প্রতি আরেকের বিশ্বাস দিন কে দিন বাড়তেই থাকবে যেভাবে প্রতিনিয়ত বেড়ে চলেছে মহাবিশ্বের আয়তন। ভালবেসে যদি হারাতে হয় নিজের অস্তিত্বকে ফাঁসের রজ্জুর মত যদি তা জ়াপ্টে ধরে গলা, মিথ্যার আশ্র্য় ছাড়া যে ভালবাসাকে ধরে রাখা যায় না সেটা ভালবাসার অভিনয় হতে পারে প্রেমের চুক্তি ভঙ্গ না করবার পাঁয়তারা হতে পারে কিন্তু প্রকৃত প্রেম বিন্দুমাত্র নেই তাতে ঠিক যেমন মড়ার চোখে থাকে না দৃষ্টি। ভাল যদি বাসই তবে ফুল দিও, কাঁটা না, ভুল করলে সাহস দিও, শাস্তি না। ঘৃণা যদি করই তবে শব্দসর্বস্ব মিথ্যে ভালবাসার গল্প শুনিও না ঘৃণামিশ্রিত ভালবাসায় ফুলের সুবাস থাকে না থাকে কেবলই মাংসের গন্ধ। ভালবেসে আশা দিও, স্বপ্ন দিও, সত্য দিও; আশা ভাঙ্গানিয়া প্রতিশ্রুতি বা বাজারে কিনতে পাওয়া মাংস না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।