এরকম চিত্র শুধু সুফিয়ার একার নয়। অধিকাংশ গার্মেন্টস কর্মীরা থাকে স্যাঁতসেঁতে ভেজা পরিবেশে। চাহিদার তুলনায় আয় নিতান্তই কম। কোন মতে সংগ্রামের রাস্তায় টেনেটুনে নিয়ে যাওয়া যায় জীবনটাকে। কিন্তু মাঝে মাঝে যদি ওষুখ হয়, তাহলে ছেদ পড়ে এ জোড়া-তালি দেওয়া জীবনে।
অথচ পরিবেশের কারণে প্রায় অষুখে আক্রান্ত হয় ছেলে মেয়েরা। বিশুদ্ধ পানির অভাব, নেই স্বাস্থ্য সম্মত পায়খানা, অনুপস্থিত সুষম খাবার। ওষুখ হলে এন্টিবায়েটিক ছাড়া খাওয়া হয়না আর কোন ওষুধ। ডাক্তারের কাছে যাওয়ার টাকাও নেই। এমন পরিবেশে সহজেই শিশুরা আক্রান্ত হয় সর্দি-জ্বর, আমাশয়, ফাইলেরিয়ার মতো ওষুখে।
প্রতিরোধের উপায় নেই। নেই ডাক্তারের শরনাপন্ন হওয়ার সামর্থ্য। অসহায় অবস্থায় এরকম এক সঙ্কটজনক পরিস্থিতিতেই বসবাস করতে হয় সুফিয়াদের।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।