আমাদের কথা খুঁজে নিন

   

একজন মুমূর্ষ নতুন ব্লগার এর জন্য পজিটিভ মন্তব্য প্রয়োজন



ব্লগে ঢুকেই মনে হল বড় কোনো অপরাধ করে ফেলেছি। সবাই কেমন করে যেন তাকাচ্ছে। ভাব এমন ''এতদিন তোরেই তো খোজতাছি। '' চারদিকে টানটান উত্তেজনা। সবাই বিভিন্ন সুবিষয় কু বিষয় নিয়ে নিজ নিজ অবস্থানে আক্রমনাত্বক ভাবে অবস্থিত।

কোথাকার কোন রাজাকার আঙ্কেল কে নিয়ে টানাহেচড়া চলতেছে। আমিও গেলাম,দেখলাম, পড়লাম। ভালই লাগল। চিন্তা করছি কি কমেন্ট লিখব। ওম্নি দেখি নিচে ব্লগ বেটা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে।

''হে ,হে -নিক নেম নিয়ে ফ্লাডিং করবা?বেড কমেন্ট করবা?আমি আর বোকা নই। আমি বুদ্বিমান হয়ে গেছি। তোমাকে ৭ দিন ওয়াচ করবো। তারপর দেখি কি করা যায়। এখন যা পার নিজের ব্লগে গিয়ে লেখো গে যাও।

''আমি তো ভাই সাধারন মানুষ। সামান্যতেই ভয় পাই। তার ওপর হুমকি ধামকি। যাই হোক কি করতে হবে তাতো জানিনা । এমনিতেই ব্লগ সম্পর্কে খুব কম জানি।

তবে এটা কখনো স্বীকার করি না। এত বড় ছেলে। তার না জানাটা তো লজ্জার বাপার। তবে আমার ফ্রেন্ড বলেছে ব্লগ হলো ডায়েরির মতো। কিন্তু ওটার নাকি পাতা ওলটানো যায় না।

তবে আমার মনে হল হাজারো ডায়েরির বিশৃঙ্খল সন্নিবেশ। তবে ব্লগ এ এসে খুব ভালো লাগছে। চারদিকে বাংলা লেখা। আর এখানে দর্শকের কোনো স্থান নেই। সবাইকে লিখতে হয়।

এত তাড়াতাড়ি লিখতে চাচ্ছিলাম না। রবীন্দ্রনাথ, নজরুল এর পর আরেকটু গ্যাপ দরকার ছিল। আমি আসতে চাইছিলাম আর কিছুদিন পরে। কিন্তু আর পারলাম না। যাই হোক আমার লেখা আমি লিখেছি।

তাড়াতাড়ি কমেন্ট পাঠিয়ে দেন। লজ্জার কি আছে ,নতুনরাও তো ভাল লিখতে পারে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.