অসুখী
-মাহফুজ খান
দূর থেকে শুধু কষ্টগুলো হাতছানি দিয়ে ডাকে
অন্ধকারে হঠাৎ আলোর ঝলকানি দেখে ছুটে যাই,
দেখি, সেখানেও কষ্ট গুলো আমায় ডাকছে।
দূর আকাশের নক্ষত্রপুঞ্জ দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি,
হঠাৎ লক্ষ্য করি, সেখানেও কষ্টগুলো আমায় ডাকছে।
একটু স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্য গিয়েছিলাম সমুদ্রের কাছে
সেখানে যেয়ে দেখি, বিশাল ঢেউগুলো শুধু কষ্টের সুর-ধ্বনি তুলছে।
সব কষ্টগুলোকে ভুলে থাকার জন্য গেলাম পাহাড়ের কাছে,
সেখানে যেয়ে দেখলাম আরও বিশাল কষ্ট স্থির হয়ে দাড়িয়ে আছে।
পৃথিবীর উত্তর মেরু হতে দক্ষিণ মেরু পর্যন্ত গেলাম,
প্রতিটি স্থান যেন শুধু দুঃখ আর কষ্ট দিয়ে ঘেরা।
প্রশ্ন জাগে মনে,
কোথাও কি সুখ নেই?
গেলাম অন্ধকার গুহার কাছে,
সেখানে যেয়ে দেখি কষ্টগুলো আরও ঘণীভূত হয়ে আছে।
আহ! দীর্ঘ নিঃশ্বাসের প্রতিধ্বনি বাজে-
কোথাও কোন সুখ নেই।
বড্ড ভয় হয় মনে,
চারিদিকে ভীত দৃষ্টিতে চেয়ে থাকি,
হঠাৎ কোথা থেকে যেন খুব চেনা সুর ভেসে আসে
তুমি অসুখী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।