বৃক্ষ তোমার নাম কি, ফলেই পরিচয়..... সুখী সুন্দর একটি জীবন সবারই প্রথম প্রত্যাশা। নিজের দেশের সুখ-দুঃখের অবস্থা আমরা মোটামুটি সবাই জানি। তবে বিশ্বজুড়ে মানুষ আসলে কতটা সুখী বা অসুখী? এ ব্যাপারে কিছু দিন আগে চালানো হয় এক পরিসংখ্যান। আশ্চর্যজনক হলেও সত্যি সবচেয়ে সুখী দেশে শতকরা ৭২ ভাগই নিজেদের সুখী বলে দাবী করেছেন। আর সবচেয়ে অসুখী দেশের বেলায়? শতকরা মাত্র এক ভাগ!
এই পরিসংখ্যান হয়তো সর্বস্তরের মানুষের উপর চালানো সম্ভব হয়নি, আর তাই এটিকে শতভাগ সঠিক বলা যাচ্ছে না।
তবে মোটামুটি একটি ধারনা নেয়া যেতে পারে। চলুন তাহলে জানা যাক বিশ্বের সবচেয়ে সুখী এবং অসুখী দেশ কোনগুলো।
1. Denmark – ৭২ ভাগ
2. Sweden – ৬৯ ভাগ
3. Canada – ৬৯ ভাগ
4. Australia – ৬৫ ভাগ
5. Finland – ৬৪ ভাগ
6. Venezuela – ৬৪ ভাগ
7. Israel – ৬৩ ভাগ
8. New Zealand – ৬৩ ভাগ
9. Netherlands – ৬২ ভাগ
10. Ireland – ৬২ ভাগ
11. Panama – ৬১ ভাগ
12. United States – ৫৯ ভাগ
13. Austria – ৫৮ ভাগ
14. Costa Rica – ৫৮ ভাগ
15. Brazil – ৫৭ ভাগ
16. United Arab Emirates – ৫৫ ভাগ
17. United Kingdom – ৫৪ ভাগ
18. Qatar – ৫৩ ভাগ
19. Mexico – ৫২ ভাগ
এবার দেখা যাক অসুখী দেশের তালিকা …
20. Cameroon – ৯ ভাগ
19. Bulgaria – ৯ ভাগ
18. Sudan – ৯ ভাগ
17. Morocco – ৯ ভাগ
16. Uganda – ৮ ভাগ
15. Liberia – ৮ ভাগ
14. Senegal – ৬ ভাগ
13. Kenya – ৬ ভাগ
12. Botswana – ৫ ভাগ
11. Sri Lanka – ৫ ভাগ
10. Comoros – ৪ ভাগ
9. Mali – ৪ ভাগ
8. Tanzania – ৪ ভাগ
7. Tajikistan – ৩ ভাগ
6. Niger – ৩ ভাগ
5. Cambodia – ৩ ভাগ
4. Burkina Faso – ৩ ভাগ
3. Haiti – ২ ভাগ
2. Central African Republic – ২ ভাগ
1. Chad – এক ভাগ
বাংলাদেশের উপর হয়তো এই পরিসংখ্যান চালানো হয়নি। আমার জানার খুব ইচ্ছে ছিল নিজের দেশের কতভাগ লোক তাদের সুখী বলে দাবী করে। তবে এটি যে খুব একটা বেশি হোত না তা নিশ্চিতভাবেই বলা যায়।
তবে আমাদের পার্শবর্তী দেশ ভারতের ১৭ ভাগ লোক নিজেদের সুখী বলেছেন। আমাদের দেশে হয়তো তাহলে ১০ থেকে ১৫ ভাগ লোক সুখি! আপনার কি মনে হয়? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।