আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে.......এ জীবন পূণ্য কর..... এ জীবন পূণ্য কর.... এ জীবন পূণ্য কর দহন দানে...... আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে...... কয়েকদিন আগে আমরা কয়েকজন বন্ধু মিলে আড্ডা দিচ্ছিলাম। বন্ধুরা কেউ সবেমাত্র পড়াশুনা শেষ করেছে, কেউবা নতুন চাকরিতে জয়েন করেছে, কেউ কেউ চাকুরি খুঁজছে। অগোছালো অনেক বিষয় নিয়ে কথা হচ্ছিল আমাদের মধ্যে, নিজেদের সুখ-দুঃখ, পাওয়া-না পাওয়া, আমাদের অর্জন, আমাদের ভবিষৎতের স্বপ্ন ইত্যদি ইত্যাদি, আড্ডায় যেসব প্যাচাল হয় আর কি।
তো হঠাৎ করেই আমি বলে উঠলাম মানুষ কখন অসুখী? অনেক বন্ধুই অনেক কথা বলল। কোনো কথাই তেমন মনপুত হচ্ছিল না।
এমনি সময় এক বন্ধু কিছুক্ষণ ভেবে বলল, “যখন আমরা আমাদের জীবনের প্রাপ্তি আর আনন্দের মুহূর্তগুলো মনে করতে পারি না তখন আমরা নিজেদেরকে অনেক অসুখী মনে করি। ”
কথাটা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে ভাবলাম। ভেবে দেখলাম কথাটা তো আসলেই সত্যি। বন্ধুটির পিঠ চাপড়ে দিলাম। অনেক জটিল একটি প্রশ্নের উত্তর একটি মাত্র বাক্যে সহজে বোধগম্য করে দিয়ে দিল।
আসলেই তো আমরা যখন কোনো কারণে খুব কষ্ট পাই, সেটা যে কারনেই হোক না কেন- হতে পারে সেটা খুব প্রিয় কোনো মানুষের সাথে বিচ্ছেদ, অথবা কাংখিত কোনো কিছু না পাওয়ার বেদনা। কষ্ট আর হতাশা তখন আমাদের মনকে এতটাই আচ্ছন্ন করে ফেলে যে আমরা আমাদের জীবনের প্রাপ্তি আর আনন্দঘন মুহুর্তগুলো একদমই মনে করতে পারি না। আর ঠিক সেই মূহুর্তগুলোতে নিজেকে এই দুনিয়ার সবচাইতে অসুখী মানুষ বলে মনে হয়।
অথচ একটু সময় নিয়ে ভেবে দেখলে এই সহজ বিষয়টি খুব সহজেই বোধগম্য হবে। কমবেশি আমাদের সকলেরই সুন্দর একটা পরিবার আছে, আত্নীয়-স্বজন আছে।
সকলেরই কমবেশি দু এক জন, ছোট বড় ভাই-বোন আছে। সংখ্যায় খুব কম হলেও সকলেরই এক দুই জন খুব ভাল বন্ধু আছে। জীবনের সবগুলো স্বপ্ন পূরণ না হলেও কিছু স্বপ্ন, কিছু প্রয়োজন সময়ের সাথে পূর্ণতা পেয়েছে। এরকম আরও অনেক প্রাপ্তি আছে যা কিনা আপনি একটু চিন্তা করলেই পেয়ে যাবেন।
তাই বলবো জীবনের প্রাপ্তির হিসেবগুলো করে দেখুন, অপ্রাপ্তির কষ্টগুলো আপনাকে খুব বেশি কাবু করতে পারবে না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।