আমাদের কথা খুঁজে নিন

   

জন্মদিনের প্রাণ।

নিজেকে সাজাব উঠার আগে রবি
ধরনীতে কত ফুল অগোচরে দেয় ঘ্রাণ ঘ্রাণে সতেজ করে নিত্য ঝরাজীর্ণ প্রাণ। প্রাণ প্রাচুর্যে প্রাণবন্ত মানুষের জীবন জীবনের ঋতুচক্রে সুখ দু:খের আগমন। আগমনী কবিতা বৃটিশদের ভীত নাড়ে নড়েনি মন শিকল ভাঙ্গেন কারাগারে। কারাগারে চারদেয়ালে বন্ধী অপরাধী. অপরাধীও সভ্যতা বিকাশে প্রতিনিধি। প্রতিনিধি হয়ে আমরা এসেছি প্রভূর, প্রভূর কুরআনের বানী সবচে’ মধুর। মধুর চেয়ে মধু সৃষ্টির ভালোবাসা, ভালোবাসা স্বপ্নিল আলোর আশা। আশা নিয়ে পথ চলা মানুষের রীতি, রীতিতে নিহিত থাকে আনন্দ প্রীতি। প্রীতি কোলাহলে গাই জীবনের গান, গানে কবিতায় পাই জন্মদিনের প্রাণ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।