ভাল লাগে মানুষকে সৃস্টিকে প্রকৃতিকে
সহজ সত্যটাকে প্রকাশ করা যায়না
ইচ্ছামত যেখানে খুশি বিচরন!
সে তো পরের কথা ! আছে অনেক বাঁধা
কথা বলব
তাও বাঁধা
কারো মন জানব !
তাও জানা যাবেনা
সব বাঁধা, বাঁধা এবং বাঁধা ।
চারিদিকে বাঁধার ছড়াছড়ি
সবই করে শুধু লুকোচুরি
জানি সবার ক্ষেত্রে
তা ঠিক না ।
কিন্তু নারী নামের মানবজাতির ক্ষেত্রে
প্রযোজ্য অন্তত কোন না কোন ক্ষেত্রে
এসব নিয়ে চিন্তা করব !
তাও বাঁধা
ভাবলে হয় পুরুষ বিদ্রোহী!!!!!!!
বাঁধা অতিক্রম করার মন্ত্র
আছে কি সহজ এমন যন্ত্র?
চারিদিকে খুঁজে বেড়ায় বাঁধা ধবংস যন্ত্র
পেতেও পারি যদি থাকে কপালে ভাগ্য ।
কামনা, ভাবনা, আশা, কল্পনা
শুধুই বাঁধা অতিক্রম মন্ত্র ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।