আমাদের কথা খুঁজে নিন

   

সুন্দরীদের দেশ= বাংলাদেশ

© এই ব্লগের সকল পোষ্ট,ছবি,থিম প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে কোথাও বিনা অনুমতিতে প্রকাশ করা নিষেধ ।

ছুটো বেলায় কত কষ্ট কইরা মুখস্ত করতাম স্যারের ডরে সাধারণ ঘ্যানের এই পড়া গুলা: সোনালী আঁশের দেশ = বাংলাদেশ চির বসন্তের দেশ = ইকুয়েডর নিষিদ্ধ দেশ = তিব্বত ম্যাপল পাতার দেশ = কানাডা হারকিউলিসের স্তম্ভ = জিব্রাল্টার মালভূমি(আরো আছে) মনে পইরা এখন কষ্ট লাগতাছে। স্যার রে কইতাম স্যার বাংলাদেশ এখন আর সোনালী আঁশের দেশ না এই দেশ প্রতিনিয়ত ভরে যাচ্ছে সুন্দরীদের ভিড়ে। প্রতি বছর বছর কথিত সোন্দরী অন্বেষণের নামে আমগো দ্যাশে যেই হারে সুন্দরীরা পয়দা হইতাছে ঘুন আর রূফ নিয়া এতে কইরা আমগো পরের জনগোষ্ঠী মনে হয় শ্বেতাঙ্গ দের কাছাকাছি পৌঁছে যাইবো। আমগো দেশে কোন কালা মানুষ থাকবো না।

মা-বাব রা মেয়ে সন্তান জন্মদানে উৎসাহী হইবো। সবার জীবনের উদ্দেশ্য হইবো তখন সোন্দরী হওয়া। পুলা বাচ্চাগো কদর কইম্মা যাইবো। দেশে মেয়ে বেশী বইল্যা সমতা বিধানের জন্য একটা পুলা দুইঠা বিয়া করতে পারবো। মজাই মজা তখন।

আল্লাহ না করুক সরকার আবার সোন্দরী রপ্তানী শুরু না করে,ভ্যাট না বসায়। তথাকথিত এই প্রতিযোগীতার নামে না শুরু হয় বর্ণ বৈষম্য তয় এখনই আমি অনেকরে দেখছি এর শিকার হইতে। চলছে যখন চলুক এই সব ভরে যাক দেশ সুন্দরীতে। থামানো শক্তি আছে কার।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.