বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে ইউরোপীয়ান ইউনিয়ন (ইইউ)। এ বিষয়ে ইউরোপীয় দেশগুলোর এই জোটটি তাদের পররাষ্ট্র সম্পর্ক ও নিরাপত্তা কৌশল প্রতিনিধি ক্যাথরিন এসটন স্বাক্ষরিত এক বিবৃতিতে শনিবার তাদের অবস্থান পরিষ্কার হয়েছে। এর আগে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এমনেস্টি ইন্টারন্যাশনালও এক বিবৃতিতে বঙ্গবন্ধু খুনিদের মৃত্যুদণ্ড না দেয়ার আহ্বান জানিয়েছিলো। ইইউর বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে চলমান রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া পর্যবেক্ষণ করছে ইইউ। তারা যে কোন পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের বিপক্ষে। তাদের এ বিবৃতি ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু হত্যা, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহ ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ার উদ্যোগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।