আমাদের কথা খুঁজে নিন

   

বঙ্গবন্ধু হত্যা,যুদ্ধাপরাধ ও বিডিআর বিদ্রোহসহ সব মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইইউ’র অবস্থান



ঢাকা, ২৩ জানুয়ারি (আরটিএনএন ডটনেট)-- বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধ ও বিডিআর বিদ্রোহে হত্যাকাণ্ডসহ সব ধরনের মামলায় মৃত্যুদণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন। শনিবার ইউরোপীয় ইউনিয়নের বৈদেশিক ও নিরাপত্তা বিষয়ক প্রতিনিধিদলের সদস্য ক্যাথেরিন অ্যাশটন ইউরোপীয় ইউনিয়নের পক্ষে সাম্প্রতিক আলোচিত ইস্যুতে বিবৃতি প্রদান করেন। বিবৃতিতে বলা হয়েছে, ‘স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়ে রাজনৈতিক হত্যাকাণ্ড এমনকি সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাগুলোর ব্যাপারে আইনগত প্রক্রিয়ার প্রতি ইউরোপীয় ইউনিয়নের সতর্ক দৃষ্টি রাখছে। ’ সঠিক আইন প্রক্রিয়াই মৌলিক অধিকারের মূল রক্ষাকবচ উল্লেখ করে আ্যাশটন বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে বিচার প্রক্রিয়া রাজনৈতিক হস্তক্ষেপ থেকে মুক্ত করার নীতিকে স্বাগত জানায়। একইসঙ্গে বিচার বহির্ভূত হত্যা বন্ধে সরকারের ‘জিরো টলারেন্স’কেও স্বাগত জানায়।

ক্যাথরিন অ্যাশটন আরো বলেন, গুরুত্বপূর্ণ মামলার ক্ষেত্রে যথাযথ নিয়ম অনুসরণের ওপরই বহিঃবিশ্বে একটি দেশের মর্যাদার মাপকাঠি নির্ভর করে। বিশ্বব্যাপী মৃত্যুদণ্ড বিধান বিলোপে ইউরোপীয় ইউনিয়ন দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে বিবৃতিতে অ্যাশটন বলেন, ‘আমাদের মতে মৃত্যুদণ্ডের বিধান বিলোপে মানবাধিকার সুরক্ষিত হয় এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হয়। ’ ইউরোপীয় ইউনিয়ন সারাবিশ্বে মৃত্যুদণ্ড প্রথা বিলোপে কাজ করে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক হত্যাকাণ্ডের চলমান আইনগত প্রক্রিয়ার প্রতি ইউরোপীয় ইউনিয়ন বিশেষ নজর দিচ্ছে জানিয়ে বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের প্রধান ড. স্টিফেন ফ্রোয়েইন জানান, ‘শুধুমাত্র ১৯৭৫ এ শেখ মুজিবুর রহমান ও তার পরিবারসহ অন্যান্যদের হত্যা, ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে সংঘটিত হত্যাকাণ্ড এবং স্বাধীনতা যুদ্ধে সংঘটিত অপরাধ নয়, সব ধরনের অপরাধের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড বিলোপের পক্ষে ইউরোপীয় ইউনিয়ন। ’ এর কারণ হিসাবে বিবৃতিতে বলা হয়, যে কোন ঘটনা বা মামলার ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিধানের বিরোধিতা করার নীতিগত অবস্থান থেকেই ইউরোপীয় ইউনিয়ন আলোচিত এসব মামলার দিকে দৃষ্টি দিয়েছে।

প্রসঙ্গত, ইউরোপীয় ইউনিয়নের বিবৃতি এমন সময় দেয়া হল যখন সরকার বিডিআর বিদ্রোহের বিচার শুরু করেছে এবং যুদ্ধাপরাধের বিচারকার্যক্রম শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে। এছাড়া বঙ্গবন্ধু হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ১২ আসামির ৫জনের মৃত্যুদণ্ড প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য, মৃত্যুদণ্ড পাওয়া আসামিদের পাঁচজন এখন কারাগারে। অন্যদের মধ্যে একজন মারা গেছেন এবং ছয়জন বিভিন্ন দেশে পলাতক। Click This Link


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.