আওয়ামীলীগ আবারও জনগণের ম্যান্ডেট পেলে ক্ষমতা বিকেন্দ্রীকরণ করবে। আরও শক্তিশালী করা হবে স্থানীয় সরকারকে। সংবিধান মোতাবেকই আগামী নির্বাচন হবে। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করা হয়েছে। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।
ইতোমধ্যে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের অনেক প্রমাণও দিয়েছে। মানুষের ভোটের অধিকার নিশ্চিত করেছে বর্তমান সরকার। বর্তমান সরকার রাজনৈতিক নয় বরং সুষম উন্নয়নে বিশ্বাসী। দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতেই ক্ষমতার এই বিকেন্দ্রীকরণ করা হবে। চাহিদা অনুযায়ী জেলাভিত্তিক উন্নয়ন করা হবে।
কেন্দ্রের কাছে কেবল বাজেট বরাদ্দ, পরিকল্পনা, অর্থায়ন ও মনিটরিংয়ের ব্যবস্থা থাকবে। বাকি সব কাজ স্তরে স্তরে ভাগ করে দেয়া হবে। ভবিষ্যতে জেলা পরিষদের অধীনে বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন দায়িত্ব দেয়া হবে। এখন ডিজিটাল যুগ। ঘরে বসে সব মনিটরিং করা যায়।
যেসব জেলায় বিশ্ববিদ্যালয় নেই সে সব জায়গায় আগামীতে বিশ্ববিদ্যালয় করা হবে। কেবল সরকারী নয়, বেসরকারিভাবেও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।