বুধবার সচিবালয়ের সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিয়ম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কাদের বলেন, “আমরা ৫ বছরই ক্ষমতায় থাকবো এ রকম অহঙ্কারী বক্তব্য আমি দিতে চাই না। ৫ বছরের জন্য সরকার নির্বাচিত হয় সেটা ঠিক আছে। এখন আমরা কত দিন থাকতে পারবো এই বাস্তবতা দেশের জনগণের সপোর্ট। সব কিছু জনগণের মানসিকতার উপর নির্ভর করবে।
”
“প্রধানমন্ত্রী বলেছেন আমরা যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত। সংলাপ সমঝোতার পথ অবশ্যই খোলা থাকবে, বিএনপি নির্বাচনে না আসলেও কিছু আটকে থাকেনি। বড় দল বাদ দিয়ে নির্বাচন করতে চাইনি, বড় দল না আসায় আমরা নিজেরাও বিব্রত হয়েছি। ”
বুধবার বিকেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বিকেলের সংবাদ সম্মেলনে বিষয়ে মন্ত্রী বলেন, “নতুন কৌশল নিয়ে আমরা প্রত্যাশায় আছি। পুরনো অবরোধ-গণতন্ত্রের অভিযাত্রা কাজ হয়নি, যা দুর্ভাগ্যজনক।
”
“রণকৌশল হতে হবে জনগণকে নিয়ে, সহিংসতার পথ ছেড়ে আউট সোসিং না করে, আন্দোলনের কৌশল নেন, তাহলে স্বাগত জানাব। ”
বিএনপি আটক নেতাদের মুক্তির বিষয়ে কোন উদ্যোগ নেয়া হবে কি-না জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমার মনে হয়, সুনির্দিষ্ট কোন বিষয় যদি না থাকে তাহলে আইনি প্রক্রিয়া নিষ্পত্তি হয়ে যাবে। ”
প্রসঙ্গ জাতীয় পার্টি
বিরোধীদল জাতীয় পার্টি আরো কয়েকটি মন্ত্রি চাচ্ছে- এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মন্ত্রী বলেন, “তারা ৩৩ জন নির্বাচিত হয়েছেন। সবাই যদি মন্ত্রিত্ব চান, এটা কি চলবে নাকি! তারা যেহেতু সংকটের সময় নির্বাচন করেছে সেহেতু তাদের চাওয়ার অধিকার আছে। গণতন্ত্রের জন্য বিরোধীদলে শক্ত অবস্থান নিলে সংসদীয় গণতন্ত্রের জন্য শুভ হতো।
”
“বন্যরা বনে সুন্দর শিশুরা মাতৃকোলে। সরকারে থেকে তো সরকারের সমালোচনা করা যায় না; বিরোধীদলকে বিরোধীদলেই মানায়। ”
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।