আমাদের কথা খুঁজে নিন

   

জনগণই সকল ক্ষমতার মালিক!

ভালথাকার ব্লগ, ভালবাসার ব্লগ

-বড় ভাই কৈ যান? -যাচ্ছি একটু ফার্মেসীতে, মায়ের জন্য ঔষধ কিনব, আপনার খবর কি সোহেল ভাই? -খবর শুনতে হইলে তো বসতে হয়। আসেন এক কাপ চা খেয়ে যান। ফর্মেসী যাত্রা বাতিল করে চায়ের নেমতন্ন কবুল করে চায়ের দোকানে রওনা দিলাম। চায়ের দোকনের এককোণে ফাকা পেয়ে দু'জনে বসে পরলাম। সোহেল ভাই চায়ের অর্ডর দিয়ে শুকনো মুখে বলল, -ভাইরে দেশের যে অবস্থা, কি খামু কৈ যামু ভাবতেছি।

ইলেকশনটা মনে হয় আর হইব না। -আপনাকে কে বলেছে ইলেকশন হবে না? -কি বলেন ভাই! বিরোধীদল ছাড়া ইলেকশন কি হবে? -আপনাকে কে বলল বিরোধী দল ইলেকশন করবে না? -তাইলে এই যে এত মারামারি, বোমাবাজী, হরতাল-অবরোধ এইসব কিসের জন্যে? -দেখেন সোহেল ভাই, কথা বললেই তো বিপদ, বেশি কথা তাই বলব না, শুধু এটুকু জানেন, বিরোধীদলও আসবে আর নির্বাচনও হবে। -কিভাবে? -সবই সময়ের ব্যাপাররে ভাই। কেন, শোনেন নাই, গাড়ী পোড়ানো মামলায় আটক নেতাদের নিয়ে কি বলল? সমঝোতা হইলে সবাইকে ছেড়ে দিবে। ঐসব গাড়ী পোড়ানো, মানুষ মারা কিছু না আসল কথা হইল সমঝোতা।

তুমি কি নিবা আমারে কি দিবা এইটাই আসল কথা। -তাইলে এই যে মানুষ মরতাছে, ঘর-বাড়ী, গাড়ী পুরতাছে এইসব কিছু না? -পোড়ানো হইতাছে তাই পুড়তাছে, একটা কথা আমারে কনতো সোহেল ভাই, একদলে অবরোধ দিছে আরেক দলে ক্ষমতায় আছে। অবরোধ যহন দিছে ঝামেলা কিছু হইব এইটা আপনি যেমন জানেন আমিও জানি। সরকার চাইলে কি একটা ব্যবস্থা করতে পারত না। ট্রেনের লাইন খুইলা রাখতাছে একদল, আরেক দল সেই খোলা লাইনে ট্রেন ছাড়তাছে।

মরতাছে জনগণ! এইটারে যদি আপনি ব্যর্থতা বলেন তাইলে সেই ব্যর্থতা কি সরকারের না? হয় লাইনের নিরাপত্তা দেও নাইলে ট্রেন চালানো বন্ধ রাখ। সরকার চাইলে কি এইটা করতে পারে না? -কথা তো আপনি ঠিকই কইছেন বড় ভাই, এতো দেহা যায় পাটায়-পোতায় ঘষাঘষি মাঝখানে মরিচের দফা শেষ! -এইটা ঠিক বলছেন সোহেল ভাই। দুইদল যতক্ষণ না চাইব ততক্ষণ পর্যন্ত মানুষ মরা থামব না। এটা আর কারও পক্ষে কোনভাবেই সম্ভব না। -এরা না আমাগো ভোট পাইয়া সংসদে যায়? এরা না উচা গলায় কয়, জনগণই সকল ক্ষমতার মালিক? এর নামই কি গণতন্ত্র? -এইত কইলেন আরেকটা ভুল কথা।

সোহেল ভাই বাংলাদেশে যে তন্ত্র চলে তাতে জনগণের কোন কথা নাই। -এইডা কি কন বড় ভাই? আমরা ভোট দিই ঐটা তাইলে কি? -খুব ভাল কথা সোহেল ভাই। আপনি ভোট দেন। আচ্ছা, ভোটটা যে দেন কারে দেন? -কারে দেই মানে? -মানে আপনের ভোটে কে নির্বাচিত হয়? প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি? -মানে? -মানে হইল, আপনি ভোট দিলেন, ধরেন তাতে কেউ কেউ জিতা সংসদে গেল। সুযোগ পাইয়া মন্ত্রীও হইল।

কিন্তু প্রধানমন্ত্রী, রাস্ত্রটপতি কে হইব এই কথা কেউ কখনো আপনারে জিগাইছে? না আপনে ভোট দিয়া কাউরে প্রধানমন্ত্রী, রাস্ট্রপতি বানাইছেন? আপনের ভোটে আওয়ামীলীগ জিতলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর বিএনপি জিতলে খালেদা জিয়া কনফার্ম। ঠিক কি না? - হ বড় ভাই ঠিকই তো! -তাইলে এইবার কন আপনি কেমনে সকল ক্ষমতার মালিক হইলেন? আপনি বড়জোড় কইতে পারেন যে জনগণ সকল মাশুলের মালিক। হরতালের মাশুল দেয় জনগণ, অবরোধ হইলে মাশুল দেয় জনগণ। ভোট হইলে মাশুল দেয় জনগণ, না হইলেও মাশুল দেয় জনগণ। জনগণ ছাড়া আর কার গাড়ি পোড়ে? জনগণ ছাড়া আর কে মরে? -বড় ভাই আপনের কথা হুইনা মাথা ত ঘুরবার লাগছে।

-আপনে ক্ষমতার মালিকানা লইয়া মাথা ঘুরাইতে থাকেন আমি উঠলাম। দেরী করলে ফার্মেসী খোলা পামু না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.