আমাদের কথা খুঁজে নিন

   

এবারের মেলায় ৫ হাজার ল্যাপটপ বিক্রির প্রত্যাশা(বাংলাদেশতো দিনদিন ধনী রাষ্ট্র হয়ে যাচ্চে)

আমার কমেন্টস ব্যান করে দিছে তাই নিজের পোস্ট ছাড়া কাউকে কমেন্টস দিতে পারছিনা

অন্তত ৫ হাজার ল্যাপটপ বিক্রির আশা নিয়ে বুধবার 'জুম ল্যাপটপ মেলা-২০১০' শুরু হয়েছে। দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনদিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন মোবাইল ফোন প্রতিষ্ঠান সিটিসেল এর প্রধান নির্বাহী মাইকেল সিমোর। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জব্বার। এ মেলার অনলাইন নিউজ পার্টনার হিসেবে রয়েছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। মেলার ব্যবস্থাপনা প্রতিষ্ঠান মেকার কমিউনিকেশন্স বিজনেস ডেভেলপমেন্টের ম্যানেজার আসিফ সারোয়ার খান বলেন, তিন বছর আগে মেলার প্রথম আয়োজনে মাত্র ৬শ' ল্যাপটপ বিক্রি হয়েছিল।

সর্বশেষ ২০০৯ সালের মেলায় বিক্রি হয় তিন হাজার কম্পিউটার। এবার অন্তত পাঁচ হাজার ল্যাপটপ বিক্রি হবে বলে আশা প্রকাশ করেন তিনি। মেলায় ১৫টি প্যাভিলিয়ন ও ৫টি স্টল রয়েছে। এইচপি, কমপ্যাক, ডেল, ফুজিৎসু, হ্যাসি, গিগাবাইট, আসুস, লেনোভা, তোশিবা, এসার, বেনকিউ, অ্যাপল, স্যামসাং ইত্যাদি ব্র্যান্ডের ল্যাপটপ রয়েছে প্যাভিলিয়ন ও স্টলগুলোতে। মেলায় অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানই মেলা উপলক্ষে বিশেষ ছাড় দিয়েছে।

প্রতিটি ল্যাপটপের সঙ্গে রয়েছে প্রিন্টার, মোডেমসহ বিভিন্ন উপহার। মেলার স্পন্সর সিটিসেল'র ওয়্যারলেস কম্পিউটার মোডেম 'জুম' মেলায় নিয়ে এসেছে বিশেষ উপহার। ৪ হাজার ২'শ টাকায় তারা এনেছে সংযোগসহ ৬শ' টাকার টকটাইম, ৬শ' এসএমএস এবং এক বছরের ইন্টারনেট সিকিউরিটি সিডিসহ জেডটিই জুম আল্ট্রা মোডেম। ২৪ হাজার ৮শ' টাকায় মেলার সবচেয়ে কমদামি এসার (এসপায়ার) ব্রান্ডের ল্যাপটপ (নেটবুক) নিয়ে এসেছে এক্সিকিউটিভ টেকনোলেজিস। প্রতিটি প্রতিষ্ঠানই ৩০ হাজার টাকার মধ্যে নেটবুক মেলায় এনেছে।

এটম প্রসেসরযুক্ত ডিভিডি ড্রাইভ ছাড়া এই কম্পিউটারগুলোর চাহিদাও অনেক বলে জানান বিপণনকর্মীরা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ মূল্য ২০ টাকা। আয়োজকরা জানান, মেলার টিকেট বিক্রির ১০ শতাংশ অর্থ দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণে এবং ১৫ শতাংশ অর্থ ছিন্নমূল শিশুদের পড়াশোনায় ব্যয় হবে। তৃতীয়বারের মতো ঢাকায় এবার ল্যাপটপ মেলার আয়োজন করা হয়েছে।

এছাড়া চট্টগ্রামে দু'টি ল্যাপটপ মেলা অনুষ্ঠিত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.