সব ক'টা জানালা খুলে দাওনা...
কথাটা আঙ্গুর ফল টক জাতীয় শোনালেও আমার মনে হয় আই পি এলের নিলামে সাকিবের বিক্রি না হওয়াটা এক দিক দিয়ে তাঁর আর বাংলাদেশ দলের জন্য ভালোই হয়েছে।
প্রথমত সে নিলামে বিক্রি হলেও খেলতে পারতো কিনা তা নিশ্চিত নয়(মাত্র চারজন বিদেশী খেলোয়াড় খেলতে পারে এক দলে)
দ্বিতীয়ত সে এখন দলের অধিনায়ক, আর আমরা আমাদের অধিনায়ক কে টি টোয়েন্টি থেকে টেস্টে ভালো করতে দেখতে চাই।
সাকিব কাউন্টি তে একটি দলে সাথে চুক্তিবদ্ধ হয়েছে...আশা করি সেখানে খেললে তার টেস্ট ব্যাটিং এ আরো উন্নতি হবে...
সুতরাং আমার মনে হয় আশাহত হবার কিছু নেই,
আর একটা কথা না বলে পারছিনা, বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি ভারতীয়দের একটা উন্নাসিক মানসিকতা দেখি আমি...ভালো লাগেনা...তবে বেশি দিন বোধ হয় আর নেই যেদিন তারা কাড়ি কাড়ি টাকা নিয়ে হাজির হবে আমাদের খেলোয়াড়দের কাছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।