আমাদের কথা খুঁজে নিন

   

সিরিয়ায় হামলা নিয়ে চাপের মুখে ওবামা-ক্যামেরন

সিরিয়ার ওপরে সম্ভাব্য সশস্ত্র হামলা পিছিয়ে দেওয়ার জন্য ক্রমে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের ওপরে চাপ বাড়ছে। জাতিসংঘের মহাসচিব বান কি মুন আজ বুধবার বলেন, সিরিয়াতে জাতিসংঘের পর্যবেক্ষকদের আরও কিছুটা সময় দেওয়া প্রয়োজন। ‘দ্য গার্ডিয়ান’ বলছে, মহাসচিবের এ ঘোষণার পর আন্তর্জাতিক মহলের ব্যাপক চাপের মুখে পড়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।
বান কি মুন বলেন, সিরিয়াতে রাসায়নিক অস্ত্র ব্যবহার হয়েছে হয়েছে কি না, সেটি নিশ্চিত হওয়ার জন্য নমুনা সংগ্রহে আরও চারদিন সময় লাগবে। পুরো প্রতিবেদন দাখিলে প্রয়োজন হবে আরও কয়েকদিন।


মহাসচিব আজ জাতিসংঘের জাতীয় নিরাপত্তা পরিষদে (এনএসসি) দেড় ঘণ্টা বক্তব্য রাখেন। সেখানে তিনি সিরিয়া আক্রমণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। তবে সভায় সিরিয়া আক্রমণ নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
লন্ডন ও ওয়াশিংটনের সূত্রের বরাত দিয়ে ‘দ্য গার্ডিয়ান’ বলছে, এ সপ্তাহের শেষে স্বল্পমাত্রার আক্রমণ শুরু হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন হামলার ব্যাপারে ব্যাপক আগ্রহী।

তবে তিনি এ ব্যাপারে সতর্ক যে জাতিসংঘের উদ্যোগ সিরিয়া আক্রমণের সময়সূচি পিছিয়ে দিতে পারে। এদিকে যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টি বলছে, তারা সরকারকে কেবল তখনই সমর্থন করবে, যখন সিরিয়ায় হামলার সিদ্ধান্ত নেবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং জাতিসংঘের পরিদর্শকেরা নিশ্চিত করবেন যে, রাসায়নিক হামলার পেছনে সিরীয় সেনাবাহিনীর হাত আছে। ।

সোর্স: http://www.prothom-alo.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.