বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আজ সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। হরতাল সফল করার লক্ষ্যে গত কয়েক দিন ধরেই সিলেটে মিছিল, সমাবেশ ও প্রচারপত্র বিলি করা হয়েছে। ইতোমধ্যে এ হরতালে সমর্থন জানিয়ে তা সফল করার আহ্বান জানিয়েছে সিলেট জেলা, মহানগর ও ১৩ থানা বিএনপি। গতকালও নগরীতে হরতালের সমর্থনে মিছিল ও সমাবেশ করেছে স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও ইলিয়াস মুক্তি সংগ্রাম পরিষদ। নগরীর মিরাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা ইলিয়াস আলীকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়ে বলেন, ইলিয়াসকে ফিরিয়ে দেওয়া না হলে টানা আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটানো হবে। হরতালে বাধা দিলে তার পরিণতি ভয়াবহ হবে বলেও হুমকি দেন বক্তারা। উল্লেখ্য, গত বছরের ১২ এপ্রিল ঢাকা থেকে নিখোঁজ হন এম. ইলিয়াস আলী।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।