কিশোরগঞ্জে সোনালী ব্যাংকের টাকা লুটের ঘটনায় পুলিশ ঢাকা থেকে আরও আড়াই লাখ টাকা ও মূল হোতা ইউসুফ ওরফে সোহেল ওরফে হাবিবের স্ত্রী মাহিলাকে আটক করেছে। আটকের পর মাহিলাকে নিয়ে বিভিন্ন স্থানে অভিযান চালানো হবে বলে পুলিশ জানায়। মামলার তদন্তকারী কর্মকর্তা কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মালেক জানান, রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ইউসুফের দেওয়া তথ্যমতে গতকাল তার নেতৃত্বে পুলিশের একটি দল ঢাকায় যায়। গতকাল বিকালে ঢাকার শ্যামপুরের কদমতলী এলাকায় মদিনা মসজিদ সংলগ্ন নূর মোল্লার বাসায় অভিযান চালায় পুলিশ। বাসার তালাবদ্ধ কক্ষ থেকে একটি ব্যাগের ভেতর আড়াই লাখ টাকা উদ্ধার করে পুলিশ। পরে বিভিন্ন কৌশলে ঢাকার যাত্রাবাড়ী থেকে ইউসুফের স্ত্রী মাহিলাকে আটক করা হয় বলে ওসি জানান।
ওসি আরও জানান, ইউসুফ কিশোরগঞ্জে ব্যাংক লুটের পর ঢাকার শ্যামপুরে নূর মোল্লার বাসাটি সাড়ে চারহাজার টাকায় ভাড়া নিয়েছিল। সেখানেই টাকাসহ অবস্থান করছিল। পরে র্যাব ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকাসহ ইউসুফ ও তার ভাই ইদ্রিসকে গ্রেফতার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে সোনালী ব্যাংক নিকলী শাখার এমএলএসএস আবু বকর সিদ্দিককেও গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, সুড়ঙ্গ কেটে কিশোরগঞ্জ সোনালী ব্যাংক থেকে ১৬ কোটি ৪০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় ইউসুফ ওরফে সোহেল। ঘটনাটি গত রবিবার নজরে পড়ে ব্যাংক কর্মকর্তাদের।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।