আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপি সংঘর্ষে অন্তত ২৫ নেতা-কর্মী আহত হয়েছেন। গুরুতর আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বিকালে কাপাসিয়ার তরগাঁও হাসপাতাল মোড় এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষকালে একটি প্রাইভেট কার, দুটি যাত্রীবাহী বাস, পাঁচটি মোটরসাইকেল ও একটি দোকান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ-বিএনপি একে-অন্যকে দায়ী করেছে। তবে বিএনপি অভিযোগ করেছে, আওয়ামী লীগ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্র হামলা চালিয়েছে। হামলার প্রতিবাদে বিএনপি কাপাসিয়ায় আজ হরতাল ডেকেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকালে তরগাঁও হাসপাতাল মোড়ে নেতা-কর্মীরা জড়ো হতে থাকেন। অন্যদিকে পুরান বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা আওয়ামী লীগের পূর্বনির্ধারিত প্রতিবাদ সমাবেশ ছিল। আওয়ামী লীগ দাবি করছে রায়েদ ও সিংহশ্রী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা-কর্মীরা সমাবেশে যোগদান করতে আসার পথে তরগাঁও মোড় এলাকায় বিএনপির নেতা-কর্মীরা ইটপাটকেল ছোড়েন।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.