আমাদের কথা খুঁজে নিন

   

নাটোরে ১৮ দল ও আ.লীগ সংঘর্ষ

নাটোরে ১৮ দলের সঙ্গে আওয়ামী লীগের সংঘর্ষে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন। সদর উপজেলার গৌরিপুর এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ ও নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রবিবার অবরোধ চলাকালে সদরের হয়বতপুর বাজারে সংঘর্ষের জেরে শুক্রবার সন্ধ্যায় গৌরিপুরে ১৮ দলের নেতা-কর্মীদের ওপর আওয়ামী লীগ নেতা-কর্মীরা অতর্কিত হামলা করে। এ সময় বিএনপি কর্মী গফুর, হারুন, শিবির কর্মী এনামুল ও মোস্তফাসহ পাঁচজন আহত হন। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন জানান, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে গৌরিপুর গ্রামবাসীদের মধ্যে সামান্য সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.