My hobby soft callection
My Computer এর ভিতর কোন ড্রাইভে ডুকে কোন ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করলে অনেক অফশন আসে তার মধ্যে Send To অপশনটির উপর কিছু কিছু কম্পিউটারে copy to folder অপশনটি আলাদাভাবে দেখা যায়।
সবচেয়ে বড় কথা হচেছ তাদেরকে তা জিজ্ঞেস করলে যে উত্তরটি পাওয়া যায় সেটি মোটেও মেনে নেওয়ার মত না। কারন তারা বলে উইন্ডোজ সেটাপ দেওয়ার পরপরই এই অপশনটি পাওয়া গিয়েছে। অথচ আমি সেই উইন্ডোজ এর সিডি দিয়েই আমার কম্পিউটারে উইন্ডোজ দেবার পরও আমি সেই অপশনটি পাইনি।
এবার আপনারাই বলেন এর জন্য আমি কি করতে পারি। এর জন্য কোন সফটওয়ার বা কোন অপশন থাকলে তাড়াতাড়ি জনান plzzzzzzzzzz
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।