আমাদের কথা খুঁজে নিন

   

সাঙ্গাকারা টসে জিতে ব্যাটিং নিলেন !



বরাবরের মতো সাঙ্গাকার টসভাগ্য আবারো প্রমাণিত হলো। আজো টস জিতলেন ধোনীর সাথে। কিন্তু আজ এ মাঠের রীতি মোতাবেক তিনি বোলিং না নিয়ে ব্যাটিং নিলেন। গাভাস্কার পিচ রিপোর্টে বললেন, নতুন পিচটিতে ঘাস আছে। বোলারদের শুরুতে কিছু সুবিধা হবে।

তারপরও টসে জিতলে শ্রীলঙ্কা ব্যাটিং নেয়া উচিৎ, কারণ তারা ইতোমধ্যে ফাইনালে চলে গেছে। জয়ের ধারা বজায় রাখা জরুরী হলেও তাদের ফাইনালের জন্য প্রস্তুতি নেয়া দরকার। সেদিন পরে বোলিং করতে হলে তাদের বোলারা শিশির বেজা বলে বোলিং করে যাতে সে চ্যালেঞ্জে জয়ী হতে পারেন তার একটা প্র্যাকটিস তারা করতে পারেন। সাঙ্গাকারা টসে জিতে এ যুক্তি দিয়েছেন ব্যাটিং নেবার কারণ ব্যাখ্যা করার সময়। দেখা যাক আজ ফল কি দাঁড়ায়।

আজ ভারত জিতলে বাংলাদেশকে কালকের আগেই বিদায় ঘন্টা শুনে ফেলতে হবে। শুনতে খারাপ লাগলেও এটাই যে আমাদের ভবিতব্য। সর্বশেষ খবর হলো শ্রীলঙ্কা ৪ ওভার শেষে ১ উইকেটে ২৫ রান করেছেন। ক্রিজে আছেন ওপেনার দিলশান আর ওয়ান ডাউনে নামা সাঙ্গাকারা। থারাঙ্গা আউট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.