শাহবাগের আন্দোলনটা শুরু হয়েছিল
কয়েকটা পশুর ফাসির দাবিতে । এখন
তা জামাত নিষিদ্ধের দাবির
বদৌলতে ধর্মভিত্তিক রাজনৈতিক
দল নিষিদ্ধের দাবিতে পরিণত
হয়েছে । আদতে এসবের কিছুই নয় এই
আন্দোলনের মূল টার্গেট
বিএনপি কে বিতর্কিত করা ।
যা প্রথম দিকে এড়িয়ে গেলেও এখন
আম্বালীগের দালাল বলগার ও
নেতাদের কথাবার্তায় স্পষ্ট ।
যারা এই আন্দোলনের
সাথে বিএনপি ও
খালেদা জিয়াকে জড়িয়ে ফালতু
অপপ্রচারে ব্যাস্ত তাদের
উদ্দেশ্যে বলছি :
১.বিএনপি কি কখনও
বলেছে তারা যুদ্ধাপরাধীদের
বিচার চায়না ?
তারা বলেছে তারা একটি আন্তর্জাতিক
মানদন্ডের অধীণে সকল দলের
যুদ্ধাপরাধীদের বিচার চায় ।
এতে ভুল কি ?যুদ্ধের সময়
কি রাজাকার এই কয়জন ছিল ?
রাজাকার মাদারচোদেরা মাত্রই
ধান্ধাবাজ । তারা সুবিধামত
বিভিন্ন দলে ঢুকে গেছে । বুকে হাত
দিয়ে বলতে পারবি আম্বালীগে রাজাকার
নেই ?পারবিনা । বিএনপি কি ঐ
সকল যুদ্ধাপরাধীদের নাম
বলে দেয়নি ?মামলা হয়নি তাই
বিচার চাস না ?স্লোগান দেসনা ।
এটা কি তোদের দলীয় আনুগত্যের
প্রতিফলন নয় ?
বিএনপি তত্বাবধায়কে দাবি তুলতে বলেছে ।
এটা কি অন্যায্য ?এইদেশের গণতন্ত্র কি এখনও এতটা শক্তিশালী যে তত্বাবধায়ক ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব ?এদেশের জন্য কি সুষ্ঠু নির্বাচনের দরকার নেই ।
৩.পদ্মা সেতু দুর্নীতি ,শেয়ারবাজার কেলেংকারির বিচার দাবি করেছে বিএনপি । এসব কি অন্যায্য ?নাকি পুলিশী নিরাপত্তা পাবিনা বলে এসব দাবি তুলছিসনা ?
। । ।
আদা ভাদা রাজাকার
এই মুহুর্তে বাংলা ছাড় । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।