আমাদের কথা খুঁজে নিন

   

আবজাব পোস্ট



কিছুই ভালো লাগছে না। বৌ গেছে তার বাপের বাড়ি, শীতের দিনে আজ শীত একটু কম। গত ডিসেম্বরে বর্তমান চাকুরীদাতারে ইস্তফাপত্র মারফৎ জানাইছিলাম ফেব্রুয়ারী ২৮, ২০১০ এর পরে আমি আর নাই। কারন ব্যক্তিগত। এরপর ননস্টপ একখান ফিল্ড ট্যুর সিডিউল বানাইয়া ঘুইরা বেড়াইছি সারাদেশ।

গত ২৬ ডিসেম্বর ২০০৯ বসে আমারে কইল, দুই বছরে তো অনেক হলো এবার একটু থিতু হয়ে ডেস্কে বসেন। আর আমি ও বইস্যা পড়লাম। অহন দেহি ঘুরে বেড়ানোই ভালা আছিল। ইস্তফাপত্র দেয়ার পরে বড় বস, ছোট বস, মেঝ বস সবার সাথে কমবেশী অফিসিয়াল, আনঅফিসিয়াল কথা বার্তা হয়েছে, সবার এক কথা ইস্তফা পত্র উইথড্র করো মিয়া, আর আমার সব কথার একখান কথা আমারে ছাইড়া দেন আমি্ আর নেই। অবশেষে, আজ এইচ আর ম্যানেজার আমারে একখান লাভ লেটার ধরায় দিছে।

সেখানকার উপজীব্য আপনার ইস্তফা পত্র গৃহীত হয়েছে, তবে আমি চাইলে এখন ও আমার ইস্তফাপত্র প্রত্যাহার করতে পারি। এখন নিজেরে খুব বেশী নির্ভার মনে হইতেছে। আগামী দিনগুলি রুটিন কাজের বাইরে কিছু কর্মুনা। অফিসে আমু আর যামু, সব মিলায়ে এখন ও ৬৫ দিন ছুটি পাওনা আছে, অফিসের রেকর্ডানুযায়ী এ যাবৎ (২ বছরে) কোন মেডিকেল লিভ নেই নাই। তাই ভাবতেছি, একজন ডাক্তারের সাথে কথা কইয়া এবার এই ছুটির ও ব্যবস্থা করা লাগে, আপনেরা কি কন! অন্য কোন জবে এখন ও ইনভল্ব হইনি, বা কেউরে কথা ও দেইনি।

হগ্গলতে মোর লাই দুয়া অইরেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।