আমাদের কথা খুঁজে নিন

   

আবজাব পোস্ট



সকাল থেকে মেজাজটা বিগড়ে আছে। গতপরশু রাতে ব্লগের একটি পোস্টে ছাগুদের সাথে ক্যাচাল করতে গিয়ে সারারাত না ঘুমিয়ে কাটাতে হয়েছে, সকালে শুক্রবার হলে ও অফিসে একখান জরুরী মিটিং ছিল, শেষ করে নামাজ পড়ে কোন রকম দুইটা মুখে দিয়ে আবার ছুটতে হলো অফিসে। উদ্দেশ্য পিকেএসএফ এর সাথে প্রীতি ক্রিকেট ম্যাচ বিকাল তিনটা থেকে। মাঝ পথ যখন পার হয়েছি তখন দেখি ৩:১০ বাজে। এক সিনিয়র কলিগ ফুনাইল তখনই।

অভিযোগ তিন টায় ম্যাচ, আর এখন ও আমি অনুপস্থিত! যাই হোক, পৌছে মাঠে নামলাম। বছরে এই একদিন খেলতে নামার মজা টের পাচ্ছি এখন, সমস্ত শরীরে বিষের মত ব্যথা। কাল রাতে পেইন কিলার খেয়ে অফিসের জরুরী কিছু ফাইল নিয়ে বসেছি, কিন্তু কোন কাজই হয়নি, ওখানেই ঘুম। সকালে উঠে আবার ফাইলে ডুবে গিয়ে খেলাম বৌ এর ঝাড়ি। ঝাড়ির সাথে ব্রেকফাস্ট সেরে আবার ও অফিস এ মিটিং।

মিটিং এ আজ লাগল ক্যাচাল, সব সামলায় বাসায় ফিরে ভাবছি একটু বিশ্রাম নিয়েই পেন্ডিং কাজ গুলি শেষ করব। আগামীকাল রিপোর্ট না দিতে পারলে খবর আছে। এমন সময় বৌ এর বায়না, আগামীকাল বই মেলা শেষ, খুব ভিড় হবে আবার তোমার অফিস আছে, তাই চলো আজ বিকালে বই মেলায় যাই। চুটির দিন সপ্তাহে যে দুই একটা পাই তা কোন না কোন মিটিং এ চলে যায়। বৌকে নিয়ে বের হওয়া হয় খুবই কম, বেচারীর মনের অবস্থা বুঝতে পারছি, তাই বলতে পারছি না বই মেলায় যাব না, আবার সেখানে গেলে যে হাটা হাটতে হবে এই ব্যথাময় শরীর নিয়ে তার ধকলে রাতে অফিসের কাজ শেষ করা অসম্ভব, ফলাফল আগামীকাল বসের ঝাড়ি।

এখন কি যে করি!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।