জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি যেখানে আড়ষ্ঠ মুক্তি সেখানে অসম্ভব
নিউটনে গতির তৃতীয় সুত্র সবাই জানেন।
"প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে "
সেটাই যদি হয় তাহলে
গরু গাড়ী টানে কিভাবে ?
আরো স্পষ্ট করে বলতে গেলে
গরু গাড়ী টানার জন্য গাড়ীকে যে বলে টানে নিউটনে গতির তৃতীয় সুত্রানুসারে গাড়ীও গরুকে সে বলে টানে তাহলে দুটো বলই নালিফাই হয়ে যাবার কথা ।
অর্থ্যাৎ গরু গাড়ীকে যদি F বলে টানে তাহলে গাড়ীও গরুকে F বলে টানবে।
অতএব , লদ্ধি বল= F + ( - F ) = ০
লদ্ধি বল যদি শুন্য হয় তাহলে আমরা বলতে পারি গাড়ীর উপর কোন বল কাজ করছে না, তাই যদি হয় গাড়ী চলে কিভাবে ???
আপনার সুচিন্তিত মতামত আশা করছি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।