আমাদের কথা খুঁজে নিন

   

সরকারের প্রথম বছরের কলঙ্ক টেন্ডারবাজি



আওয়ামী লীগের নেতৃতাধীন মহাজোট সরকারের গত এক বছরের আমলে সন্ত্রাস জগতে বহুমাত্রিক পরিবর্তন ঘটে। বছরের পুরোটা সময় টেণ্ডারবাজির ঘটনা ছিল উল্লেখ করার মতো। সরকার গঠনের পর আধিপত্য বিস্তারকে কেন্দ্রে করে সারাদেশে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দল এবং সংঘর্ষের ঘটনা সামাল দিতে ব্যস্ত থাকতে হয়েছে পুলিশ প্রশাসনকে। প্রতিদিন সারাদেশে গড়ে খুনের ঘটনা ঘটেছে ১২টি। চাঁদাবাজি, দাঙ্গা, সংঘর্ষ, স্বর্ণের দোকান লুটসহ অনেক ঘটনাই ঘটেছে গত বছর।

যা বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলের প্রায় দ্বিগুণ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত এক বছরে রাজধানীসহ সারাদেশে ৪ হাজার ২৭০ জন খুন হয়েছে। এ সময় দাঙ্গায় নিহত হয় ৩৫ জন। রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটে ১০টি। ডাকাতির ঘটনা ঘটে ৭৭৯টি।

দস্যুতার ঘটনা ঘটে ১ হাজার ৩২১টি। ধর্ষিত হয় ৩ হাজার ২৮ নারী। এসিড নিক্ষেপের শিকার হয় ৯৬ জন। নির্যাতিত হয় ১৩ হাজার ৬৩ জন নারী। শিশু নির্যাতনের ঘটনা ঘটে ১ হাজার ৯৪টি।

চুরির ঘটনা ঘটে ৯ হাজার ২৫১টি। ছিনতাই সংঘটিত হয় ১০ হাজারেরও বেশি। এছাড়া অজ্ঞান পার্টির কবলে পড়ে ১২ হাজারেরও বেশি লোক সর্বস্ব খুইয়েছেন। এ সময় সারাদেশে শতাধিক দাঙ্গার ঘটনাও ঘটেছে। থানা পুলিশের দায়েরকৃত মামলার রেকর্ড থেকে এসব তথ্য পাওয়া গেলেও প্রকৃত ঘটনার সংখ্যা আরও অনেক বেশি বলে দাবি করেছে অপর একটি সূত্র।

ভুক্তভোগীদের অনেকে থানায় যান না এবং থানা পুলিশ অনেকের মামলা গ্রহণ করেনি বলেও অভিযোগ রয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের শাসনামলে ২০০৮ সালে ৪ হাজার ৯৯টি খুন, ৮৮৫টি ডাকাতি, ১ হাজার ৫৮৩টি দস্যুতা, ৩ হাজার ৪৬২টি ধর্ষণ, ১২৪টি এসিড নিক্ষেপ, ১৪ হাজার ২৮৫টি নারী নির্যাতন, ৯৬২টি শিশু নির্যাতন ও ১২ হাজার ১৮৮টি চুরির মামলা রেকর্ড করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.