আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষায় বাংলার রুপ

১৯৯৩

গ্রীষ্মের প্রখরতা কাটিয়ে বাংলায় ঘটে বর্ষা্র আগমন। দক্ষিণা মলয়, কাল মেঘের ঘনঘটা প্রকৃ্তিতে জাগায় নতুন শিহরণ। চিরসবুজ বৃক্ষ সাজে নতুনসাজে চারিদিকে বাড়ে কোলাহল। খাল বিলের চৌচিরতা দূর হয়ে জমতে শুরু করে জল। কখনো ঘুটঘুটে অন্ধকার করে আকাশে চলে মেঘের ছোটাছুটি।

রিমঝিম রিমঝিম করে বাংলার বুকে ঝরায় প্রচুর বৃষ্টি। এরই মাঝে ছোট ছোট ছেলের দল করে নানান খেলা। বর্ষাকে বরণ করে নিতেই কাটিয়ে দেয় তাদের বেলা। কেউবা তৈ্রী করে কাগজের নৌকা জলে ভাসিয়ে দেয়। আবার কেউ কেউ সারাটা দিন কাটায় কলাগাছের ভেলায়।

জলমগ্ন হয় আউশের ক্ষেত তবুও থাকে সবুজ। গ্রামের মাটির রাস্তা কর্দমাক্ত হয়ে প্রকাশ করে বাংলার রুপ। নদীগুলো ফিরে পায় পুর্ণ যৌবন শুনি মাঝি ভাইদের গান। ভাটিয়ালি, ভওয়াইয়া গানের সুরে আকুল করে প্রাণ। কখনো আবার তোমার আবির্ভাব ঘটে প্রলয়ংকারি রুপে।

ভাসিয়ে একাকার করে দাও এই বাংলার বুকে। কৃষক ভাইয়েরা হারায় তাদের মাঠের পাকা ফসল। অসহায় করে দাও তাদের ভাসিয়ে নিয়ে সহায় সম্বল। মুখে ছড়িয়ে দাও চিন্তার রেখা ভেঙ্গে দাও তাদের মন। নিরাশা আর গ্লানির মাঝে কাটায় তারা সারাক্ষণ।

লড়াই করে বেঁচে থাকার তাগিদে নিয়ে নতুন বাসনা। উর্বর হয় বাংলার বুক এতটুকুই তাদের সান্তণা। কখনো প্রলয়ংকারি, কখনো দুর্বার তবুও তুমিই, হাসি ফুটাও কৃষকের মুখে। প্রকৃতির সৌন্দর্য প্রস্ফুটিত কর তুমিই এসে এই বাংলার বুকে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।