আমাদের কথা খুঁজে নিন

   

বর্ষায় প্রেম

আল বিদা

প্রথম প্রেম খুবই ছোটবেলায় কেজি স্কুলে। একটু বড় হওয়ার পর আবারও প্রেমে পড়লাম। তখন ক্লাস ফাইভে পড়ি। বৃত্তি পরীক্ষা দিব বলেই আমার মাটিতে পা পড়ে না। তাই হয়ত বৃত্তিই পাই নাই।

ঐসময়েই ছেলে মেয়েদের আলাদা ক্লাসে বসতে হত। শুধুমাত্র বৃত্তি কোচিং একসাথে হত। তাই এই ক্লাসেই সবচেয়ে মনযোগী ছিলাম!!! স্কুল না করলেও বৃত্তি কোচিং করতাম। আমার অবিরাম প্রেম উপাখ্যানের একটি ঐ বছরে। এই ক্লাসের একটি মেয়ের জন্য প্রান আমার উথাল পাতাল করত।

তন্ময় হয়ে তাকেই দেখতাম। বলার সাহস হত না তাই বলি নাই তখনও। দেখতে দেখতে বৃত্তি কোচিং শেষ। বৃত্তি পরীক্ষা দিয়েও দিলাম। আবারও আলাদা ক্লাস শুরু।

মন কিছুতেই মানে না। তাই প্রতি ক্লাসের পর পানি খেতে বের হতাম। এবং বলাবাহুল্য মেয়েদের ক্লাসের সামনে দিয়েই যেতাম (যদিও উল্টা পথ ছিল)। আমি যতই পাগল হই ঐমেয়ে ফিরেই চাইত না। ও বুঝতেই পারলনা যে আমি ওর জন্যই পাগল।

এভাবে কিছুদিন গেল। মাস ঘুরে বর্ষা এল। ছাতকের ঘনঘোর তুমুল এক বর্ষা। মাঠঘাট সব পানিতে একাকার। খেলার মাঠ ধানক্ষেত সবখানে বন্যার পানি।

তবুও আমার মনে প্রেম দোলা খাচ্ছে। তারপর একদিন ........................ (আন্দাজ করুন তারপর কি হল। আমি বলে দিব বাংলাদেশ সময় বেলা ৩ টায় ইনশাল্লাহ্। )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।