হারাতে চাই নিঃষীম আধারে,ডুবে যেতে চাই নিকশ কালোয়....যদি তোমায় না পাই আলোয়.........
আমি আত্নহত্যা করেছিলাম এখান থেকে আরো কয়েক বছর আগে
তখন আমার আবেগ তুঙ্গে ছিল
আমি আশান্ত আর ত্রাসার্ত ছিলাম।
আমার চারপাশে তখন ভয়ঙকর মঙ্গাগুলো মন্ডপ সাজিয়ে আমাকে বিবস্ত্র করতে চেয়েছিল।
আমাকে দেখে মধ্য রাস্তায় রাতের জমায়েত করা নেড়িগুলোও বোধহীন হয়ে যেত।
আমি তখন আকাশ চাচ্ছিলাম,সূর্য চাচ্ছিলাম অথবা ভালবাসার ভাঙ্গা কাচের কিছু টুকরো চাচ্ছিলাম।
কিন্তু আমার দিকে ছুটে আসা কিছু দুদ্দাড় গোলাবারূদ আমাকে শত খন্ডের প্রাণহীন মাংশের স্তুপে পরিণত করেছিল।
আমি মাদকাসক্তের মতো করূণা নিয়ে বাচতে চাইনি
আমি চেয়েছিলাম সামান্য এক খন্ড উষনতা অথবা জ্যোৎস্নাহীন কোন ঘুটঘুটে অন্ধকারে তোমার শরীরের ভেতর ঢূকে পড়তে।
আমি পারিনি,হেরে যাওয়ার প্রাচীন বর্বরতা তখনো আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছিল,
আমি ছুটেছিলাম সাদা বালুর বুকে রক্তের ছোপ ছোপ চিহ্ন রেখে
আমি আত্নহত্যা করতে চাইনি,শুধু পালাতে চেয়েছিলাম।
আমি উদ্ভ্রান্ত উন্মাদনায় দিকবিহবল হয়ে ছুটেই যাচ্ছিলাম কেবল।
কিন্তু আমি পাইনি
আমি পাইনি আকাশ,সূর্য কিংবা ভালবাসার ভাঙ্গা কাচের কিছু টুকরা।
আমার জন্যে ছিল নীল বিষ আর
শেষ মুহূর্তের কথা লেখার জন্যে এক টুকরো কাগজ।
কোন সাড়াময়ী শিহরণ আমাকে বেচে থাকার তুচ্ছতা উপেক্ষার উপ্লব্ধি দেয়নি,
তাই আমাকে আত্নহত্যা করতে হয়েছিল, এইতো এখান থেকে মাত্র কয়েক বছর আগে
কোন এক পোড় খাওয়া তীব্র শীতের দুপুরে।
---------------------
---------------------------------------------
কাল রাতে মনে ভাবের ব্যাপক উদ্দীপনায় কম্পু তে বসে বসেই রচনা করে ফে্লেছিলাম এই কাব্যখানা। সত্যি করে বলি,আমার একটুও পছন্দ হয়নি,কিন্তু তবুও ইচ্ছা করলো শেয়ার করতে,তাই করতেছি।
বলে রাখা ভাল,শুধুমাত্র শেষের লাইনটা এই মাত্র লিখলাম!!!
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।