আমাদের কথা খুঁজে নিন

   

আমায় একটা শঙ্খ এনে দিবি?

পরাঞ্জয়ী...

আমায় একটা সাদা শঙ্খ এনে দিবি? ভীষণ সাদা! সে সাদার শূভ্রতায় যেন মেঘ খেলা করে। আলাদীনের আশ্চর্য প্রদীপটা দেখেছিস কোনদিন? ঠিক তেমনটি দেখতে! পাওয়া কি যাবে তেমনি একটা শঙ্খ? পেলে আনবি আমার জন্য?বালি গুলো যেন ধুয়ে ফেলিস না। আমি বালির গন্ধ নেব, দু'একটা কণা যদি জোর করে গায়ে লাগে তো লাগুক। বিরক্তি নিয়ে ঝেড়ে ফেলব না আমি! তোকে টানে পাহাড়ের কান্না আমায় টানে পানি। দেখ না খুঁজে, পাস কিনা এমন কোন জায়গা যেখানে পাহাড় আর নদী অনেক সুখে ঘরকন্না করে! সেখানে গিয়ে তুই পাহাড়ের বুকে আর আমি নদীর কোলে মাথা রেখে ঘুমোবো।

কতদিন, কত রাত যে ঘুমাইনা! ভীষণ ঘুম পায় আমার! আমি তোর দেয়া শঙ্খটা কে আমার মাথার কাছে রেখে দেব। ওর সাদা রঙের স্ফূরণে আমার ঘরের অন্ধকার পালিয়ে যাবে! এনে দিবিনা এমন একটা শঙ্খ? আমি এখন কোথায় জানিস? নদীর পাড়ে। না পাড়ে নয়। একদম নদীর বুকের মাঝখানটাতে! হলুদ ঠোঁটের সাদা পাখিগুলো বড় অস্থির! ঠিক আমার মত। তুই কি দেখেছিস কোনদিন ওদের? যেদিন তুই শঙ্খ এনে দিবি আমি আরেকবার আসব এই নদীর পাড়ে।

পাখিগুলোকে দেখাব আমার অসাধারণ আলাদীনের প্রদীপ টা! আমার শঙ্খ! দিবি তো এমন একটা শঙ্খ এনে? ঐ যে চর দেখা যায়! শুকিয়ে ফেঁটে গেছে তার বুক! ওর বুকেও কি বিসর্জনের ব্যাথা রে? একদিন দু'জন মিলে জিজ্ঞেস করতে আসবি? যদি না বলে? না বলুক! আমি ওকে গান শোনাব, তোকেও। কোন গানটা শুনবি? ঐ যে ঐ টা?............ "সহেনা যাতনা, দিবসও রজনী গনিয়া গনিয়া"...... নাকি ঐটা? ................. "আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল, শুধাইলো না কেহ" তাতেও যদি ব্যাথা না কমে ওর তবে না হয় আমার শঙ্খ টাকে দেখাব ওকে! আমার শুভ্র সাদা শঙ্খ। এনে দিস ঠিক এমন একটা শঙ্খ!! উৎসর্গ: নোমান ভাই (মৌনমুখরতা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।