ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপার্সন ফজলে হাসান আবেদকে ’নাইট’ উপাধিতে ভূষিত করবেন যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ। দারিদ্য্র বিমোচন ও দরিদ্রের ক্ষমতায়নে জনাব আবেদের অবদানের জন্য তাকে এ উপাধি প্রদান করা হবে। নববর্ষের প্রাক্কালে আজ ৩১শে ডিসেম্বর, বৃহস্পতিবার, রানীর নববর্ষের সম্মাননা তালিকায় এ ঘোষণা করা হয়। ঘোষণায় আরো জানানো হয় যে, জনাব আবেদ হবেন নাইট কমান্ডার অফ দ্যা মোস্ট ডিস্টিঙ্গুইস্ড অর্ডার অফ সেন্ট মাইকেল এন্ড সেন্ট জর্জ।
১৯৪৭ সালের পর জনাব আবেদই প্রথম বাংলাদেশী যিনি এ উপাধিতে ভূষিত হচ্ছেন।
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার বেশ কয়েকটি দেশের দারিদ্র বিমোচনের লক্ষ্যে শিক্ষা, স্বাস্থ্য, মানবাধিকার ও সামাজিক উন্নয়নে এবং দরিদ্র জনগোষ্ঠীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্যে গত চার দশক ধরে নিরলসভাবে কাজ করে যাওয়ায় জনাব আবেদকে এই সম্মান প্রদান করা হচ্ছে।
ফজলে হাসান আবেদ তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ’এই সম্মান আমি বিনম্র চিত্তে গ্রহণ করছি। এজন্যে আমি ব্র্যাকে আমার সকল সহকর্মীদের ধন্যবাদ জানাচ্ছি। তারাই বাংলাদেশ ও বহির্বিশ্বে দারিদ্য্র বিমোচনে অগ্রণী ভূমিকা পালন করছেন। এ সম্মানের তারাও সমান অংশীদার’।
উল্লেখ্য, জনাব আবেদ তাঁর পরিবারের দ্বিতীয় ব্যক্তি, যিনি এ উপাধি পেলেন। ১৯১৩ সালে ব্রিটিশরাজ বিচারপতি নবাব স্যার সৈয়দ সামসুল হুদাকে নাইট উপাধিতে ভূষিত করেছিল । জনাব হুদা ছিলেন ফজলে হাসান আবেদের পিতা মরহুম সিদ্দিক হাসানের মামা।
আবেদের হাজার কৃতিত্বের একটি চৌদ্দগ্রাম শাখা ব্র্যাক অফিসে খুন রিক্সা চালক আব্দুর রশিদের সন্তানদের মুখ
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।