এসো বেপরোয়া সময়ের হাতে হাতকড়া পড়িয়ে নির্বাসনে পাঠাই , এসো কষ্টবারুদে বারুদ ঘষে ভালবাসার আগুন জ্বালাই
১. এক নীরিক্ষায় দেখা যায় ইংল্যান্ডের এক অঞ্চলের গরুদের হাম্বার এক্সেন্ট অন্য অঞ্চলেরগুলোর চেয়ে ভিন্ন। শুধু তাই নয় এদের খাদ্যরুচিতেও স্পষ্ট ভিন্নতা লক্ষ্য করা গেছে। এ নীরিক্ষা থেকে সংশ্লিষ্টরা এমান ধরনা করছে যে ভিন্ন ভিন্ন দেশের পশু-পাখিদের মধ্যেও স্পষ্টতঃ এহেন এক্সেন্ট ও আচরনজনিত ভিন্নতা থাকতে পারে যাকে আমরা ভাষা ও সংস্কৃতিগত (আক্ষরিক অর্থে) পার্থক্যও বলতে পারি।
২. কচ্ছপের ডিম ফুটে বাচ্চা হওয়ার পর তারা আটলান্টিকের অতলে পাড়ি জমায় ডাঙ্গা ছেড়ে (যে কোষ্টাল এলাকায় তাদের জন্ম হয়)। কচ্ছপ কোন রকম অঘটন না ঘটলে শতবর্ষ বাঁচে। আর এ দীর্ঘ জীবন তারা কাটায় সমুদ্রের অথৈ অতলে। যখন তারা বুঝতে পারে জীবনের অন্তিম সময় সমাগত তখন ফিরে আসে সেই সে তীরে কখনও কখনও শত মাইল পাড়ি দিয়ে শুধুমাত্র প্রিয় জন্মভূমিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে।
৩. শীতের পাখিরা হাজার মাইল পাড়ি দিয়ে নিজ দেশে ফিরে যায় শীতকালীন সফর শেষে প্রিয় স্বদেশের টানে।
উপসংহার: প্রত্যেক পশু-পাখিরই আছে নিজ ভাষা, সংস্কৃতি ও স্বদেশের প্রতি টান।
একটি প্রশ্ন: ফজলে এলাহি-বিজলির খড়ি গং কি পশু-পাখির পর্যায়েও পড়েনা?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।