আমাদের কথা খুঁজে নিন

   

বিদ্রোহী কবিতা -২

আমি এক ভিব্রান্ত পথিক।

বলবীর, বল চির উন্নত মম শির শির নেহারী যত অফিসার আর মন্ত্রীর বল বীর,বল মোরা রাজ পথে আওয়াজ ছারী সোনা দানা টাকা গহনা কারী , জেলা উপজেলা বিভাগ ভেদিয়া প্রশাসনের কাঁচকলা দেখাইয়া হইয়াছি চির বিস্ময় আমি মুগ্ধ বাঙ্গালীর । মম পাশাবিকতা সদা জাগ্রত আমি সর্বনাশ কুমারীর। বলবীর , বল চির দুর্গম দুর্নীতি আমি নিশংস বাঙ্গালীর । আমি সাইক্লোন আমি ধবংস, আমি চুরি করে খাই গ্রামের যত ছাগল মোরগ হংস, মহাভয় আমি ধবংস।

আমি দুর্বার আমি দুর্দম... আমি কাঁচের গ্লাস মাটির হাড়ী ভেঙ্গে করি সব চুরমার। আমি মানিনা কোন আইন, আমি অন্য মেয়ের পাত্তা না পেয়ে ভগ্নির সাথে করি লাইন। আমি ছাত্র আমি শিক্ষাংগনের ত্রাস, আমি শেসন জটের জিবানু আমি পিতার সর্বনাশ। আমি নিয়মিত ক্লাশে এবসেন্ট থাকি করি নকলের জরে পাশ। শিক্ষক সবে নত মুখী হয় করি যদি আখিঁ লাল, কত শত ছাত্রী দিন দুপুরে মোর হাতে হল নাজেহাল।

আমি তখন তাই করি ভাই যখন সুযোগ পাই যাহা , আমি কঠিন লোকের করি তোশামোদ দুর্বলের ধরি পাঞ্জা থানার যত দারোগা ওসি সবাই আমি পাকা চামচা, মহা মাস্তান নয় ক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে পথিক জনেরা পিস্তল দেখিয়া চিল্লাইয়া মানুষ জুটাবে না , কুমারীরা যবে আমাদের ভয়ে ইজ্জত লইয়া ভাগিবে না শিক্ষা ব্যাবস্থা শুধু শুধু পাশ পরীক্ষা দেয়া লাগিবেনা। মহা মাস্তান নয় ক্লান্ত আমি সেই দিন হব শান্ত সংগ্রহঃ পাপী শাকিল, লেখকঃ মীর আরিফুর রহমান খান,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।