আমাদের কথা খুঁজে নিন

   

একজন প্রবীণ

ওই জবু থবু বৃদ্ধ সমাজ সংসারে অপাংতেয় নিভূ নিভূ প্রান, ছানি পড়া ধূসর চোখ তার নুয়ে পড়া দেহ, দন্তবিহীন উন্মূক্ত মুখ গহ্বর ক্লান্ত হৃদপিন্ড তার , অবসন্ন পাকস্থলী- আলো আর আঁধার যেন সমান বরাবর; পুষ্প, তার রুপের সুবর্ণ দ্যুতি ঘাসে ঢাকা প্রান্তর সুনীল দিগন্ত, <!--break--> টলটলে দীঘি পাহাড়ী ঝর্না সবুজ শ্যামল পাহাড়ের সারি, কুল কুল বয়ে চলা বহতা নদী মায়াবী জোছনা বিস্তীর্ন সৈকত; ওই হাত পা চোখের ক্লান্তি করেছে সুদূর সেসব । সাদা দুধ সর সুগন্ধী ঘি, গরু ভেড়ার সুস্বাদু গোশত ভূনা ঘিয়ে ভাজা গরম পরোটা, আইসক্রীম ডিমের পুডিং ময়রার দোকানের ক্ষীর চমচম আহত করে তার লোভাতুর অক্ষম রসনাকে। সবার অলক্ষে তার হৃদয়ের দৃষ্টি প্রসারিত- থরে থরে সাজানো হাজারো পৃথিবী জগত রংধনুর সাত রঙ উঁচু এভারেস্ট সারি সারি পবর্তমালা, সমাহিত সুখ দুখ -তার কংকাল, প্রথম নারী স্পর্শের কম্পিত শিহরণ নববধূর ঠোঁটে সলাজ চুম্বন; আজ ক্ষণে ক্ষনে ভাসে মৃত্যূর ঘণ কাল ছায়া ক্লান্ত অসীম নিদ্রার আবাহন ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.