tarequeahmed
সময়ের কিছু সমষ্টির নাম মানুষের জীবন। সেকেন্ড, মিনিট, ঘন্টা, মাস এমনিভাবে কয়েকটি বছর কেটে গেলে চলে আসে মানুষের মৃত্যু । সময়ের এই চিরন্তন স্রোতে কচুরিপানার মতো ভেসে চলে জীবন ও পরিবেশ কিংবা মানুষের অস্তিত্ব । আমিও তার ব্যতিক্রম নই । ছোট বালক বয়সের সিঁড়ি ভেঙ্গে কৈশোর, যৌবন পেরিয়ে ক্রমশ: বৃদ্ধ হয় ।
বর্ষপঞ্জি বা ক্যালেন্ডারের সুদৃশ্য পাতাসমূহ গুরুত্বহীন হয়ে নতুনের আড়ালে ঢেকে যায় । এই কাল পরিক্রমাকে আমি-আমরা বড় বেশী ভালবাসি। কালের এই স্রোতধারার কোন অংশ মানুষের খুব প্রিয় হয় যার জন্য মানুষ চাতকের বৃষ্টির অপেক্ষার মতো প্রহরগুনে । নিজের অজান্তে কখন যে হারিয়ে গেল ২৩ টি বছর !
আমাদের প্রিয় জীবন বড় গতীশীল , জীবন থেমে থাকেনা , জীবনের প্রচন্ড মাতাল করা উন্মাতাল ঢেউ কখন এসে কাকে কোন দিকে তুলে নিয়ে যায় । কে বলতে পারে ? আমিও বলতে পারিনি।
আজ ২৪তম জন্মদিনের এ প্রান্তে এসে আমাকে বলতে হচ্ছে মনের ভেতর কষ্ট হলেও একথা এখন স্বীকার করার সময় এসেছে যে, কষ্ট এবং বিচ্ছেদই হচ্ছে জীবনের মূল ধারা । কখনো ছোট ছোট কষ্ট , ছোট ছোট বিচ্ছেদ , কখনোবা বড় বড় কষ্ট , বড় বড় বিচ্ছেদ। কষ্ট এবং বিচ্ছেদের মালা দিয়ে গড়ে তোলা আমাদের জীবন। আর এই জীবনকে আমরা বড় ভালবাসি। মাথার উপর বিশাল নীলাভ অফুরন্ত আকাশ।
স্মৃতির সোনালী পাতায় কতোসব প্রিয় বিকেল। প্রিয় কথা, প্রিয় মুখ। জীবন্ত ছবির মতো করে সাজানো। ইচ্ছে করলেই ছোঁয়া যায় না, স্পর্শ করা যায়না। পেছনের সকল কথা ভীষণ আর বিষন্ন দীর্ঘশ্বাস নিয়ে হাজির হয়।
জীবনের রূঢ় বাস্তবতা গুলো এখন আর আবেগ নিয়ে দেখতে ইচ্ছে করেনা। দায়িত্ববোধ তাড়া করে আত্মার কাছ থেকে। জীবনের সমীকরণ খুবই সহজ। তবে হিসেব মিলতে চায়না। তাই, তারুণ্যের আশ্চর্য গতীময়তায় নিসর্গের মাঝে হারিয়ে যাই।
তার মঝাই আলাদা।
জানিনা, কি করেছি ? কি করছি ? কিংবা কি করবো ? আপনাদের কাছে আমার আকুল আকুতি আপনারা আমার জন্য দোয়া করবেন একটি সুন্দর ভবিষ্যত যেন গড়তে পারি। সকলকে ধন্যবাদ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।