আল বিদা
জলবায়ু নিয়ে আন্তর্জাতিক একটা সম্মেলন হয়ে গেল ডেনমার্ক এ। আমার বন্ধু চ্যানেল ওয়ানের সুজন মেহেদী সম্মেলন কাভার করতে গিয়েছির যার টিভি রিপোর্ট দেখেছি। গতকাল দেখা হল সুজনের সাথে। সে টিভিতে না বলা আরও কিছু গল্প শোনাল।
আমিও জলবায়ু নিয়ে খুবই চিন্তিত।
আমার একটি চেষ্টা হচ্ছে যার যার অবস্থান থেকে জলবায়ু বা পরিবেশের জন্য কিছু করা। যখন গাছ লাগানোর জন্য বলা হয় আমি দেখি যে আমার গাছ লাগানোর জায়গা নেই। হঠাৎ করে রাস্তার পাশে গাছ লাগাব তাও ভাল লাগে না। তাই কিছু গাছের টব এনে বাসায় রেখেছি। এতে তো আর পরিবেশ উদ্ধার হয় না।
তবুও অল্প একটি চেষ্টা।
তবে সবচেয়ে গুরুত্বপূর্ন যা করেছি তা হল জলবায়ু বিষয়ক সচেতনতা গড়ে তোলার জন্য আমি ১ মিনিট অফিসের এসি বন্ধ রেখেছিলাম!!! হাহহাহাহহা
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।