আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ায় বাংলাদেশী বাণিজ্য মেলার উদ্বোধন

দ্বিপাক্ষিক বাণিজ্য প্রবৃদ্ধির লক্ষ্যে  বাংলাদেশের তিন শতাধিক পণ্যের আমদানির ওপর শূন্য ট্যারিফ ঘোষনা করেছে মালয়েশিয়া সরকার।

আর এ বিষয়টিকে সামনে রেখেই বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমই) যৌথ সহযোগিতায় এই প্রথমবারের মতো মালয়েশিয়াতে ট্রেড ইন বাংলাদেশ শীর্ষক বাংলাদেশী পণ্য মেলার উদ্ভোধন করলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন আবদুল্লাহ বিন হাজি আহমাদ বাদাবি।

বাংলাদেশী প্রতিষ্ঠান হেডমাস্টার ইভেন্টস ও মালয়েশিয়ান প্রতিষ্ঠান এক্সপো মিডিয়া যৌথভাবে এ মেলা আয়োজন করেছে।

মালয়েশিয়ার কুলালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে (পিডব্লিউটিসি)  ২৯ আগষ্ট, বৃহস্পতিবার থেকে ৩০ ও ৩১ আগষ্ট সকাল ১০টা থেকে সন্ধা ৭টা পর্যন্ত এ মেলা চলবে। মেলায় ৭০ টির বেশি স্টলে তিন শতাধিক বাংলাদেশী বিভিন্ন ধরনের পণ্য স্থান পেয়েছে।

উদ্বোধনী আয়োজনে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে মালয়েশিয়ার ঐতিহ্যবাহী নৃত্য এবং লোকগান পরিবেশন করা হয়।

উল্লেখ্য, এ পণ্যমেলায় বাংলাদেশ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন, বাংলাদেশ বিমান, পূবালী ব্যাংক, পপুলার লাইফ ইন্সুরেন্স, রিজেন্ট এয়ারওয়েজ, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক এবং বাংলাদেশ ট্যুরিজম বোর্ড।

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.