মালয়েশিয়ায় কর্মরত প্রবাসী বাঙালি শ্রমিকদের আয়োজনে গান করতে গেছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর, কোনাল, ক্লোজআপ তারকা খ্যাত শশী ও খুদে গানরাজের আশা।
৩০ এপ্রিল মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি বিমানে চড়ে তাঁরা সেখানে যান। আজ ১ মে বিকেলে মহান মে দিবসের অনুষ্ঠানে মালয়েশিয়ার কুয়ালালামপুরের উইসমা পুই চিও হলে গান করছেন তাঁরা।
এ প্রসঙ্গে আসিফ বলেন, ‘গান করতে বিশ্বের বিভিন্ন দেশেই যাওয়া হয়েছে। মালয়েশিয়ায় এবারই প্রথম।
মালয়েশিয়ার যেখানে গান করব সেখানে প্রচুর বাঙালি রয়েছে। আশা করছি, মে দিবসে প্রবাসী বাঙালিদের সঙ্গে ভালোই সময় কাটবে। ’
কোনাল বলেন, ‘আমার অনেকটা সময় প্রবাসে কেটেছে। প্রবাসে এ ধরনের অনুষ্ঠান বাঙালিদের মিলনমেলার বড় একটা সুযোগ। আর তাই এ ধরনের অনুষ্ঠানে বাঙালিদের আনন্দের মাত্রাটা থাকে অনেক বেশি।
’
কোনাল আরও বলেন, ‘প্রবাসী বাঙালি শ্রমিক ভাইদের অনুষ্ঠানে গান করতে এর আগেও মালয়েশিয়ায় যাওয়া হয়েছে। অনেক ভালো অভিজ্ঞতা নিয়ে ফিরেছি। আশা করছি, এবারের অনুষ্ঠানটি থেকেও সুন্দর অভিজ্ঞতা নিয়ে দেশে ফিরতে পারব। ’
যাওয়ার আগে শশী জানিয়েছেন, গানের অনুষ্ঠানে অংশ নিতে প্রথমবারের মতো মালয়েশিয়ায় যাচ্ছেন। তাঁর বেশ ভালোই লাগছে।
চেষ্টা করবেন, গান দিয়ে প্রবাসীদের মন জয় করতে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে মে দিবসের এই অনুষ্ঠানটি আয়োজন করেছে এমএম মাল্টিমিডিয়া লিমিটেড। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।