আমাদের কথা খুঁজে নিন

   

মালয়েশিয়ায় তারেককে খালাস দেওয়া বিচারক

নিষেধাজ্ঞা সত্বেও দেশত্যাগ করেছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অবৈধভাবে বিদেশে অর্থপাচার সংক্রান্ত দুর্নীতির মামলায় তাকে খালাস দেয়া বিচারক মোতাহার হোসেন।

তিনি মালয়েশিয়া চলে গেছেন বলে আজ বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ-পরিচালক হারুন অর রশিদ।

গত বছরের ডিসেম্বরে অবসরে যাওয়া মোতাহার হোসেন ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক হিসেবে কর্মরত ছিলেন।

তারেক রহমানের বিরুদ্ধে অর্থপাচার মামলায় আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় গত বছরের ১৭ নভেম্বর তাকে খালাস দেন আদালত। একই মামলায় তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনকে ৭ বছর কারাদণ্ড ও ৪০ কোটি টাকা জরিমানা করা হয়।

এরপর এ বছরের ১৯ জানুয়ারি তারেক রহমানকে আত্মসমর্পণের আদেশ দেন হাইকোর্ট।  

এ আদেশের পর পরই মোতাহার হোসেনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ তুলে তার সম্পদের উৎসের অনুসন্ধান শুরুর ইঙ্গিত দেয় দুদক। এ লক্ষ্যে একজন কর্মকর্তাও নিয়োগ করে দুদক। সেই সঙ্গে মোতাহার হোসেনের বিদেশ ভ্রমণেও ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এরপরও তিনি মালয়েশিয়া গেছেন।

তবে মোতাহার হোসেন কেন মালয়েশিয়া গেছেন এবং কিভাবে গেছেন তা এখনও জানা যায়নি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.