সমাজে উচ্চবিত্ত এবং প্রতিষ্ঠিত নারী হিসেবে পরিচিত সুরাইয়া বেগম। কিন্তু এই নারীই মালয়েশিয়ার একটি শপিং মল থেকে সামান্য লিপস্টিক এবং কানের দুল চুরি করে বিসর্জন দিয়েছেন দেশের সম্মান। এই অপকর্মের জন্য বাংলাদেশ হাইকমিশনকে পর্যন্ত মালয়েশিয়া সরকারের কাছে ক্ষমা চাইতে হয়েছে। মিরপুরের ২৬৭ নম্বর পশ্চিম শেওড়াপাড়ায় ছয়তলা বাড়ি আছে সুরাইয়া বেগমের। সেই বাড়ির ২৩টি ফ্ল্যাট থেকে (একটিতে নিজে থাকেন) মাসে প্রায় দুই লাখ টাকা ভাড়া পান তিনি। অন্যদিকে নার্সিং কাউন্সিল অব বাংলাদেশের রেজিস্ট্রারের দায়িত্ব পালন করায় সম্মানজনক বেতনসহ সরকারি সুযোগ-সুবিধা পান নিয়মিত। বড় ছেলে মোটা বেতনে চাকরি করেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে। মেয়ে পড়েন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। তবু তিনি সামান্য কানের দুল আর লিপস্টিকের লোভ সামলাতে পারলেন না।বিস্তারিত পড়ার জন্য ক্লিক করুন
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।