অনেক আগের মতো;
কেনো আবার ফিরে এলো বসন্ত;
অগোছালো মন এখনও আগের মতো ঠিক তেমনি।
ভোরের আকাশ মিকমিকিয়ে হাসছে।
কাঁদছে অনাহারি কিশোর।
যেমনটি হওয়ার কথা ছিল,ঠিক তেমনটি হলো না।
দেওয়া হলো না এান তহবিলের নেয্য ভাগ।
তোমার আর সময় হলো না আমার সাথে দেখা করার।
অপেক্ষায় অপেক্ষায় আমার মাথার চুল সাদা হতে চলেছে।
রাজকুমারী তোমার ঘুম কি ভাঙবে?
কবি রা সব পারে,তবে তাদের জীবনে কষ্ট বেশী।
এই পৃথিবীতে সুন্দর চোখ হলো কবিদের।
রাতের তারা দিনে দেখা যায় না।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।