গুন্ডা গবেষক
স্বপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামী লেফটেন্যান্ট কর্ণেল (অব.) ফারুক রহমানের সঙ্গে দেখা করেছেন তার স্বজনরা। ঢাকা কেন্দ্রীয় কারাগারের যে সেলে তাকে রাখা হয়েছে ওই সেলের সামনে গিয়ে গতকাল দুপুরে তারা দেখা করেন। লে. কর্ণেল (অব.) ফারুক রহমানের মা মাহমুদা রহমান, বোন ইয়াসমিন রহমান, ভগ্নিপতি ইশফাকুর রহমান, মেয়ে শারমিন রহমান ও নাজনীন রহমান দুপুর সাড়ে ১২টায় তার সঙ্গে দেখা করতে সেলের সামনে যান। সেখানে তারা প্রায় আধা ঘন্টারও বেশী সময় কাটান। এ সময় তারা মামলা ও পারিবারিক বিষয়াদি নিয়ে আলোচনা করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার তৌহিদুর রহমান এ তথ্য জানান।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।