আমাদের কথা খুঁজে নিন

   

মৌলবাদী জঙ্গীবাদী দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠী পরাজিত হলেও তাদের ঘাঁটি সমূহ এখনো অত



জাতীয় সমাজতান্ত্রিক দলÑজাসদ সভপতি সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, সংসদ নির্বাচনে জনগণের ভোটে মৌলবাদী, জঙ্গীবাদী, দুর্নীতিবাজ ও লুটেরা গোষ্ঠী পরাজিত হলেও তাদের ঘাঁটি সমূহ এখনো অত রয়ে গেছে। নির্বাচনে পরাজিত হয়ে এরা কিছুটা পিছু হটলেও দেশ এগিয়ে চলার পথে এখনো পদে পদে বাধা সৃষ্টি করছে। তাই সকল বাধা ও ঝুঁকি মোকাবেলা করে দেশকে এগিয়ে নিতে মহাঐক্য রা ও কার্যকর করতে হবে। গতকাল মঙ্গলবার বিকেলে নোয়াখালী পৌরহলে জেলা জাসদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, বঙ্গবন্ধু হত্যার বিচারের মধ্যদিয়ে মৌলবাদী, জঙ্গীবাদী ও দুর্নীতিবাজ-লুটেরা গোষ্ঠীর রাজনৈতিক অবস্থান দুর্বল করার সুযোগ তৈরি হয়েছে।

এখন যুদ্ধাপরাধের বিচার সম্পন্ন করার মধ্যদিয়ে এই অপশক্তিকে চিরতরে নির্মূল করার জন্য মাঠ পর্যায়ে ঐক্যবদ্ধ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগ্রাম জোরদার করতে হবে। এই েেত্র মহাজোটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বিকেল ৫টায় পৌরহল চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে সম্মেলনের উদ্বোধন করেন হাসানুল হক ইনু। এসময় দলীয় পতাকা উত্তোলন করেন জেলা জাসদের সভাপতি সলিম উল্লা। পরে জেলা জাসদের সভাপতি সলিম উল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে জাসদের সহ-সভাপতি শরীফ নূরুল আম্বিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শিরীন আখতার, সাবেক এমপি মোশাররফ হোসেন, কেন্দ্রীয় নেতা মিয়া মো: শাজাহান, জেলা জাসদের সাধারন সম্পাদক অ্যাডভোকেট আজিজুল হক বকষি, অধ্য হারুনুর রশিদ, নূর আলম চৌধুরী পারভেজ প্রমুখ বক্তব্য রাখেন।

হাসানুল হক ইনু আরো বলেন, বগত বিএনপি-জামাত সরকার রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর ও বিশৃংখল করে রেখে গেছে। অর্থনীতিকে মুক্ত বাজার-লুটেরা-বিশ্বায়নের কাছে ইজারা দিয়ে গেছে। বাংলাদেশকে এগিয়ে নিতে রাষ্ট্র-প্রশাসনকে কার্যকর এবং জনগণের প্রতি সংবেদনশীল, দায়িত্বশীল ও জবাবদিহিমূলক করতে হবে। এর জন্য রাষ্ট্র প্রশাসন ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং উপজেলা সহ স্তরে স্তরে স্থানীয় সরকার ব্যবস্থাকে সকল ধরনের হস্তপেমুক্ত স্বাধীন ও কার্যকর সংস্থা হিসাবে গড়ে তুলতে হবে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.