আমাদের কথা খুঁজে নিন

   

বুদ্ধিজীবী ওরফে পরজীবী ওরফে চামচাজীবীরা কোথায় ?? দেখতে পাচ্ছি না কেন ??



পরজীবী কীটপতঙ্গদের কাছে প্রথমেই ক্ষমা চাইছি তাদের সাথে এদেশের কিছু তথাকথিত বুদ্ধিজীবীদের তুলনা করে, কারণ তারা কীট পতঙ্গদের সাথেও তুলনা করার যোগ্য না... দেশের সংবাদপত্র এবং সাংবাদিকদের উপর একটু কথা বললেই যাদের মাথার তালু গরম হয় (হাসান (চামার) ইমাম, রামেন্দু (চামেন্দু) মজুমদার, আবেদ (চামুচ) খান গং) তাদের মুখে এখন কোন শব্দ নাই কেন ?? সভা-সমিতি-মানববন্ধন করে যারা নিজেদের দেশদরদী প্রমান করেছেন সময় সময়, তারা চুপ কেন ?? যাই হোক, আমি চাই দেশে আবার বাকশাল চালু হোক...এইটার নতুন নামকরন হইতে পারে "ডিজিশাল"... আমি জানি না কে কি মনে করবে কিন্তু আমি কিন্তু ২০০৭-২০০৮ এই সময় খুব শান্তিতে এবং আরামে ছিলাম... আহহ !! আবার যদি সেই সময় ফিরে আসতো কারণ এখন তো দেশে খুব বেশি গণতন্রের চর্চা হচ্ছে কি বলেন ??

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.