সরসিজ আলীম_এর কবিতা
সময় উদাসীন
উৎসর্গ: পৃথিবীর সকল মৃত মানুষকে
উদাসীন, সারাঘর তোমার
পায়ে পায়ে
গড়িয়ে গড়িয়ে বেড়াচ্ছে,
তবু কিছুই তোমার
চোখেই পড়ছে না।
যে টেবিলে তুমি
মাথা গুঁজে
পড়ে আছো রাতদিন,
সেখানেই গ্লাসের জল
ঢাকা দেয়া আছে,
অথচ পিপাসার জন্য
জল ঢালতে উঠে এলে
খাবারের টেবিলে,
হাত ফসকে গিয়ে
জলের গ্লাসটা ভাঙলো।
বঙ্গপোসাগরের জলতরঙ্গ
উঠে আসছে
আমাদের কুটিরে কুটিরে,
ভেসে যাচ্ছে ঘরের ছই,
আর দুঃখিত ভাড়ারগুলো।
শিশু আর নারীদের
ভাসিয়ে নিচ্ছে
বাদাম খোলা নাও।
তোমার টেবিলটা
ভেসে যাচ্ছে উদাসীন,
তুমি মাথা গুঁজে আছো
টাইটানিক জাহাজের
নির্লিপ্ত একটি কোনায়।
ভেসে যাচ্ছে
নেংটি ইঁদুরগুলো,
আর তোমার ঘরের
অলস আরশোলাগুলো।
তুমি আটকে আছো
শেওলাতে এখন
সাগরের তলদেশে,
তোমার চুলে বিলি কাটছে
রূপসী মাছেরা;
উদাসীন, তোমার কি এখন
মনে পড়ছে
বইমেলার বান্ধবীকে?
হাতধরে ঘুরে ঘুরে
শরীরের গন্ধ নিতে পারতে,
আর নিজেকে তখন
খুঁজে পেতে ক্ষত্রিয় পুরুষ ব'লে।
উদাসীন, তোমার টেবিলটা
ভাসতে ভাসতে উঠে গেলো
আমাদের জাতীয় জাদুঘরে,
টেবিলটাতে ফুল দিয়েই
তোমাকে স্মরণ করি প্রিয়!
২০ । ১২ । ২০০৯, ঢাকা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।