সমস্ত প্রাগ কথন,,অনির্ধারিত কিছু শব্দ.. এসবের কোন অর্থ থাকবেনা থাকবেনা ড্রোন, বোমা,চাতুরতা বিওগলে শুনতে থাকি মৃতদের আস্ফালন আজ কবর খানায় বসন্ত উৎসব অর্ধ গলিত শিশু খেলছে জোনাক পোকা আবার এসেছে বিহ্বলতা যেখানে অপার সীমানায় মুছে যায় অদূরের নীল মৃত আত্মারা শ্যাত ভালুকের পশমের খাঁজে খাঁজে যে উস্নতা প্রজ্জ্বলিত সেখানে প্রাণ আহা প্রাণ, চুরমার হয় মৃত জীবিতদের অকাল ব্যবধান রাতকানা পূর্ণিমার ভেতর হঠাৎ একদিন দাউ দাউ করল হন্তারক আগুন,দাবানল শ্যামা নৃত্যে অগ্নি দেবতা বির্মূত মূর্তি ছাইয়ের চাঁদরে নগ্ন গৃহ বধু, যুবতী শ্রমজীবি শিশুটি তখনও কামড়ে আছে মায়ের ডান স্তন যুবকের উন্মাদ দৃষ্টি,বৃদ্ধের স্বর্গে যাবার প্রার্থনা দমকলের সাইরেনের আগেই পত্রিকার শিরনাম অতপর শহরের রাজপথে ন্যংটো মন্ত্রীপরিষদ, ঘোষনা করা হল মৃতদের জন্য একটি করে এপিটাফ, গোরস্থানে দলিলকৃত নিজস্ব জায়গা, স্টার নার্সারীর কাঠাল গাছ, একটি উপশনালয়,বিনামূল্যে কাফন, প্রতিটি এপিটাফে সুদৃশ্য মোমবাতি দানি... বছর বছর একমিনিট নিরবতাসহ সরকারী বাণি... ...................নগ্ন জল.......................... আমাকে ছুইয়ে দাও পাললিক শ্রাবণ রক্তকরবী রাধাচুড়া অথবা রক্ত জবা স্পর্শ কর হাত, হৃদপিন্ড,শিরা উপশিরা প্রবাহমান শ্বেত কণিকা অতপর চোখের বাইরে আদর কর ভিষন আদর পাজরের আখ্যানে বিষম ধুলোবালি জন্মেছে ফুসফুসে্ আমি নি:শ্বাস নিতে পারিনা অথচ নিঃশ্বেসিত হয় ছেড়া বইয়ের পাতা , আদপোড়া চিঠি না লেখা দোয়াত আমাকে প্রজ্জ্বলিত কর আগুন দাও তুষার ঝড়ে ক্লান্ত শেষ বিকেলের ট্রেন আমি ভাসছি ব্যার্থ মৃতদের দলে আমাকে উষ্নতা দাও আদিম উস্নতা আমাকে পুন্য কর প্রদিপ জ্বালো কামুক চেতনায় ঘিরে ধরেছে বৈশ্বয়িক বিশ্ব আমাদের চেয়ারে পাপ, অর্ন্তবাসে, গামছাতে এমনকি চায়ের কাপে , পাঠ্য বইয়ে আমরা পাপাত্মা পাপ গ্রস্থ পাগলা সমাজ প্রেমে লেগেছে নগ্ন জল দুষিত জলে ছেয়ে গেছে শহর .উপশহর, গ্রামান্তর ............বর্তমানের কথা বলছি........................... সুপ্রাচীন বালু ঝড়ের মস্তিস্ক আর ফেলে আসা গার্ভেজ নির্মাতার এক অধিক বিপন্ন শরীরে চামড়ার দৃশ্যপট ভবিতব্য জেনেও পূর্ব পূরূষ জন্মেছিল এপার বঙ্গে গাদা গাদা ধোঁয়ায় চেখে নেয় এ্যলকোহলের মাত্রা আমি আমার বর্তমানের কথা বলছি যখন সময়ের দুধে ধরা তুলসীপাতা নুয়ে পড়ে কে আর জ্যকডিনিয়ালের অমৃততে তখন তর্কে থাকা পকেটে রাখা আধখাওয়া ফল শুকনো পাতায় এবড়ো থেবড়ো কাটা লাগা জঙ্গল অধিক নিয়মে হৃদপিন্ড পাতা ঝড়া কাঁপন আটশাট সিগারেট অর্ধ দগ্ধ পিন্ডি দান বিষন্ন কাল বেলা অবধারিত মৃত দেহ সপ্তাহের অন্ধকারে বেলা শেষের আধুলি ভেবেছি আমি মরচে পড়া জীবনের স্বরলীপি কেটেছে হেন আটটি বছর অবান্তর শীলালিপি বিষন্ন একা ঝড়া পালকে ঘরময় পোড়া চিঠি রিডের ঘাটে আটে সাটে ঘামে ঝড়া নষ্টরতি.... পন্ডারস এন্ড, এন্ডফিল্ড লন্ডন.
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।