এখানে একজন মানসিক ভাবে অসহয় মানুষ কে সাহায্য করার আবেদন।
দুই যুগ ধরে খাছি, ঘুমাচ্ছি,সমাজের প্রচলিত নিয়মে পড়াশুনা করে বড় হছি। চেনা জানা চারপাশটাকে প্রতি দিন নতুন করে দেখতে দেখতে অনেক চড়াই উত্রাই পেরিয়ে চিনলাম এক চির প্রাচীন সমাজকে। আবিষ্কার করলাম অসহায় এক আমি কে। প্রাচীন গুহা মানব জ্ঞান,বিজ্ঞান এবং প্রযুক্তির অভাবে অসহায় ছিল।
আজকে আমার সব আছে তবুও কেন জানি নিজেকে অসহায় অনিরাপদ মনে হয়। কথা বলতে চেয়ে পারিনি। সব জমা করে নিজেকে দিন দিন ভারী করেছি। গুহা থেকে বের হতে দেয়নি আপনজনেরা অনিরাপদ বলে। গুহার ফাঁক দিয়ে তাই আজ জমানো কিছু কথা বলার সুযোগ পেলাম।
নিজের জমানো কথা গুলি বলে জানতে চাই আমি কোথায় আছি। আমের চারপাশে কারা আচ্ছে।
প্রথম দিন এর চেয়ে আর ভাল কিছু বলার ছিল না। অসহায় এই মানুষটির ভুল ক্ষমা করবেন আশা করি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।