আমাদের কথা খুঁজে নিন

   

তোমায় আমি চিনতে পারিনি

এলোমেলো ভাবনা সারাক্ষণ মনকে আচ্ছন্ন করে রাখে

তুমি আমায় একবিন্দুও ভালবাসনি অন্তর তোমায় আমি চিনতে পারিনি একেবারেই! আমার ভালবাসা আজ সূর্যাস্তের রঙ্গিন আলোয় মিশে আছে যেখানে পাখিরা নিশ্চিন্ত মনে ঘরে ফিরে। কিন্তু জান! আমার আর ঘরে ফেরা হলো না যে ঘরের স্বপ্ন তুমি একদিন আমায় দেখিয়েছিলে- সেই ঘর এখন কোন এক ঝড়ো হাওয়া নিয়ে খেলা করে আমি এখন এক যাযাবর, একবুক কষ্ট নিয়ে ঘুরে ফিরি ছুটে বেড়াই প্রতিনিয়ত এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। প্রতিনিয়ত আমি অনুভব করি তোমাকে, কিন্তু তুমি বড়ই নির্দয়। তোমাকে আমি প্রতারক ভাবতেও ভীষণ খারাপ লাগে কারণ আমি তোমায় আকাশের সবটুকু উদারতা দিয়ে ভালবাসি । বিন্দু বিন্দু করে তোমায় নিয়ে ভালবাসাকে সাজিয়েছিলাম তোমায় বসিয়েছিলাম সেই সাজানো ভালবাসার সিংহাসনে, যেখানে গাংচিলেরা মনের আনন্দে ঘুরে বেড়ায় যেখানে দুরন্ত হাওয়া এলোমেলো ছুটোছুটি করে যেখানে সমুদ্রের ঢেউগুলো দাপাপাপি করে পাহাড় আমন্ত্রন জানায় ঈষদ হেসে নীল আকাশ বলে ভয় নেই আমিও আছি তোমাদের সাথে। তুমি বড়ই নিষ্ঠুর ---তুমি বড়ই ভয়ংকর তুমি আমার ভালবাসাকে নির্দয়ভাবে আঘাত করেছ আঘাত করেছ আমার বিশ্বাসকে আমার ভালবাসা এখন ব্যাথাতুর এক নীল পাথর যে এখন আর কোন কথাই বলে না, তবুও তোমায় সুখী দেখতে চায় এ মন, যে সুখের আশায় তুমি আমায় কষ্ট দিলে তোমার দে'য়া সবটুকু কষ্ট শুষে নিয়ে তোমারই শুভকামনা করি প্রতিনিয়ত সুখী হও তুমি ---শুভ হোক তোমার পথ চলা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।